দুটি কবিতা – গোলাম কবির

দুটি কবিতা - গোলাম কবির
দুটি কবিতা - গোলাম কবির

|গোলাম কবির

 

১.

কবিতা লেখার ধুম 

আজ বলে দিলাম মেঘলা আকাশকে – তোমার চেয়ে আমার মন 

কী কম খারাপ? আমার আকাশ হতে

একে একে নক্ষত্র গুলো খসে পড়ছে!  তবুও তো আমি তো কী সুন্দর খাচ্ছি, দাচ্ছি, ঘুমাচ্ছি, নতুন ব্রাশ দিয়ে

 বেয়াড়া দাড়ি গুলো কে 

বাগে আনতে চেষ্টা করছি!  

কখনো কখনো পত্রিকার পাতায়

 অথবা ফেসবুকে প্রিয়জনের মৃত্যুর

 সংবাদ শুনে নির্বিকার ভাবে লিখে

 যাচ্ছি ” ইন্না লিল্লাহি ওয়া ইন্না 

ইলাইহি রাজিউন “! তারপর আবার 

দিন চলে যাচ্ছে, 

রাত গড়িয়ে ভোর হয়ে 

আলো ফুটে 

অন্ধকার দূর হয়ে যাচ্ছে! 

এদিকে কেউ কেউ পাঁচদিনে 

পাঁচটি নতুন কবিতা লিখার চ্যালেঞ্জ

 ছুঁড়ে দিচ্ছি অন্যকে ; 

যেনো আমরা সবাই এক একজন আকবর বাদশা’র

 নয়তো কেউ আরাকান রাজসভার

 অথবা অন্য কোনো রাজসভার

 সভাকবি, যার একমাত্র কাজই হলো

 কবিতা লিখা! কিন্তু কী আশ্চর্য, 

 তাঁরাও কি পারতেন এভাবে কারো

 আমন্ত্রণে লিখতে কখনো? কবিতা

 কী চাইলেই লিখা সহজ এতোই?

 যখন কারো মগজের বাগানে 

ফুল ফোটে, সুবাস ছড়িয়ে যায় 

কবির হৃদয়ের মণিকোঠায়, 

কবিতা প্রেমিক কবির হৃদয় 

আহত হয় কোনো বিষয়ে 

অথবা কোনো সাইক্লোন বয়ে যায় 

কবির হৃদয়ে ; তখন হয়তো বা 

কোনো এক সময় কবি ডিমপাড়া

 মুরগীর মতো অস্থির হয়ে ওঠে 

লিখার জন্য এবং তখনই তার হাতে

 একটি অমল ধবল জ্যোৎস্নার মতো

 কবিতা খিলখিল করে হেসে ওঠে!

 অন্যথায় এসব কবিতা লিখার 

ধুম পড়ে গিয়ে করোনা ভাইরাস 

এর মতো একদিন কবিতারই মৃত্যু

 ডেকে আনবে নির্ঘাত!

 

 ২.

 একটা সত্যি কবিতা 

বললাম তাকে – “একটু সরে বসো “।  

 ” আমি মোবাইলে ফেসবুক দেখবো

 অথবা কিছু লিখবো। ”

ও কী সুন্দর হাত থেকে মোবাইল

 কেড়ে নিয়ে আড় চোখে তাকিয়ে

 তাকিয়ে দ্বিধাহীন বললো,

” মোবাইল না দেখে আমাকে দেখো।

 আমার চোখের ভিতরেও একটা

 কবিতা আছে, ওটা তোমার প্রতি

 আমার ভালবাসার কবিতা, বাবা! “

 আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম

 শুধু, ঐটুকু ছোট্ট ছেলেটার কথা শুনে। এটাই তো একটা সত্যি কবিতা!

 

“বিনা অনুমতিতে এই ওয়েবসাইটের কোন লেখা কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ। কেউ যদি অনুমতি ছাড়া লেখা কপি করে ফেসবুক কিংবা অন্য কোন প্লাটফর্মে প্রকাশ করেন, এবং সেই লেখা নিজের বলে চালিয়ে দেন তাহলে সেই ব্যাক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য থাকবে
ছাইলিপি ম্যাগাজিন।”

সম্পর্কিত বিভাগ

পোস্টটি শেয়ার করুন

Facebook
WhatsApp
Telegram
মাকাল ফল

মাকাল ফল

রফিকুল নাজিম  মানুষ তুমি বাহির দ্যাখো ভিতর দ্যাখো কই, ভিতর দ্যাখতে মন লাগে চোখটা লাগে কই? এই জনমে বাহির দ্যাখে করলে সব বিচার, চকচকে সব ...
কেউ পারিনি ওপারে যেতে

কেউ পারিনি ওপারে যেতে

ইব্রাহিম বিশ্বাস সারা রাত জেগে জেগে আমি কাদের আনাগুনা দেখি ওরা কারা ? সবার কাঁধে কাঁধে লাশ হাঁটতে হাঁটতে ক্লান্ত নদীর কিনারায় এসে দাঁড়িয়েছে মৌ ...
ছেলেদের ইসলামিক নাম (অর্থসহ) ৪০০০+ ইসলামিক নাম (২০২৪ সংকলন)

ছেলেদের ইসলামিক নাম (অর্থসহ) ৪০০০+ ইসলামিক নাম (২০২৪ সংকলন)

“অ” দিয়ে শিশুদের সুন্দর ইসলামিক নাম (২০২৪) অ দিয়ে ইসলামিক নাম ছেলেদের অর্থসহ ১. অজেদ/ওয়াজেদ —প্রাপ্য ২. অযীর — মন্ত্রী ৩. অয়েল/ওয়ায়েল — শরণার্থী ৪. ...
বিজয় দিবসের সেরা কবিতা আবৃত্তি | Bijoy Dibosh Er Kobita Abriti

বিজয় দিবসের সেরা কবিতা আবৃত্তি | Bijoy Dibosh Er Kobita Abriti

কবিতাঃ চিরন্তন বাংলাদেশের গল্প আশিক মাহমুদ রিয়াদ একটি নিকশ কালো রাত, বাতাসে ভেসে বেড়ায় ষড়যন্ত্রের ফিসফিস- কুমন্ত্রণার তোড়জোড় নির্লিপ্ত স্বরযন্ত্রের কড়াল গর্জন, রাস্তায় বের হয় ...
জীবনের গল্প - দহন

জীবনের গল্প – দহন

শামস মাহবুব নবজাতক শিশুর মতো চেচিয়ে চেচিয়ে কাঁদছে আকাশ। একটু পরপর বিদ্যুৎ চমকায়, বাজ পড়ে। মেঘের দৃষ্টি ছিঁড়ে চারদিকে বয়ে গেছে জলপ্রপাত। সারারাত মেঘ জমা ...
বর্ণমালার ফুল

বর্ণমালার ফুল

বর্ণমালার ফুল মায়ের কন্ঠ বাজেয়াপ্ত ঘোষণা করে সেই বর্গি দানব, সাথে সাথে শুরু হয় সংক্রুদ্ধ সন্তানদের আগুন মিছিল ‘রাষ্ট্রভাষা বাংলা চাই’- ঢেউ তোলে ঢাকার রাজপথ তারপর ...