শহর ছেড়ে পালিয়ে

শহর ছেড়ে পালিয়ে
শহর ছেড়ে পালিয়ে

আশিক মাহমুদ রিয়াদ

তোমাদের জীবন স্রোতের পিচঢালা রাস্তঘাট,
শহুরে লেকের শ্যাওলাকে একটি প্রশ্ন করি!
এ শহর কি শুধুই তাদের? এ শহর কি শুধুই ঘাতের?
এ পাড়া ওপাড়া – আফিম মদে জীবনের ঝাড়ঘাট
এ শহর কাদের? রাতের রাজাদের?
পিচঢালা রাজপথ আমায় উত্তর দেয় না!
জল জোস্ননার শোকে, স্ট্রিট লাইটের আলোর ঝলকানিতে

শ্যাওলা আমার চোখে চোখ রাখে না!

সম্বিত হই! কিঞ্চিত ভীতিবিহ্বল হয়ে বসে থাকি!
চোখ জুড়ে নেমে আসে অপার অন্ধকার!
তার আগে খাতা কলম বের করে কিছু একটা লিখি!
আজ শোনাই তবে এ অকালবোধনের গান!
হৃদয়ে বরফ শীতল পাহাড়ের ছবি আঁকি!

তোমরা যে অট্টালিকার শহরে ঘুরপাক খাও!
আমি সে শহর থেকে পালিয়ে বাঁচতে চাই!
আমি পথভুলে কোথাও হারিয়ে যেতে চাই!
আমি চাই নিশিরাতে জ্যোৎস্না চাঁদে, অট্টরবে কাঁদতে!
অবিশ্বাসের দলাদলি, রাতজাগা হুলো বেড়াল!
কত রাত যে এভাবে ক্ষুধা পেটে জাঁগি!
অবশ্য জাগতে হয়, না হয় ঠকতে হয়!

বাড়লো বয়স! কেটে গেলো কত দিন!
কত বর্ষা এলো গেলো! মাঘের শীতে কাঁপলাম ভীষণ
পড়ে রইলাম রাস্তার ধারে, কখনো অঘোরে ঘুমিয়ে,

জাগলাম এক বিভীষিকাময় বিক্ষুব্ধ শহরে!
যে শহরকে বলো তোমার শহর,
যে শহরকে বলতে পারি না আমার শহর।

কিংবা চাই বাঁধ ভাঙা বাউন্ডুলে হৃদয় নিয়ে-
সবুজের পথে পথে ধীর পায়ে মুগ্ধতায় হেঁটে চলতে!
যত বিষ ঢুকেছে আমার শরীরে,
যত উটকো পঁচা, দুর্গন্ধের শ্লেষ জমেছে আমার মাথায়!
হিসেবের দলা পড়ে রয়েছে, অশান্তির খাতায়!
আমি সেগুলোকে চাই উপ্রে ফেলতে !

উগ্র বলছো? বলছো নাকি বিক্ষুব্ধ?
অথবা কি যেন বলে- মেন্টাল স্ট্রেসে অ্যাবনর্মাল?
অথবা বলতে পারো, কবিতা লেখা আধপাগল!
যাদের কি যেন বলে? যাক গে বাদ দেও সেসব মিথ্যে জার্নাল!

কতদিন খাইনি সুখের চাল!
কত দেখেছি জীবন সংগ্রাম,
কত ব্যর্থতার গল্প, শুনেছি কত রূপকথার গল্প!
অথবা শ’খানেক উদাহরণ-
প্রতিযোগিতার মিথ্যা হালচাল!

শহর তবে মুক্তি দাও আমায়!
জীবন আমায় মুক্তি দাও এবার!
দাহ করো অথবা দিও দাফন।
ক্ষমা করো এবেলায়,
আমি হতে পারিনি শহুরে পাষাণ ।

“বিনা অনুমতিতে এই ওয়েবসাইটের কোন লেখা কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ। কেউ যদি অনুমতি ছাড়া লেখা কপি করে ফেসবুক কিংবা অন্য কোন প্লাটফর্মে প্রকাশ করেন, এবং সেই লেখা নিজের বলে চালিয়ে দেন তাহলে সেই ব্যাক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য থাকবে
ছাইলিপি ম্যাগাজিন।”

সম্পর্কিত বিভাগ

পোস্টটি শেয়ার করুন

Facebook
WhatsApp
Telegram
বই পর্যালোচনা- ক্যাপ্টেন থমসনের গুপ্তধন

বই পর্যালোচনা- ক্যাপ্টেন থমসনের গুপ্তধন

বইয়ের নাম-ক্যাপ্টেন টমসনের গুপ্তধন। লেখক-সৌরভ মুখোপাধ্যায়। ধরণ-এ্যাডভেঞ্চার। প্রকাশকাল-২০১২ বই পর্যালোচনা- আবির জয়  . . . সৌরভ মুখোপাধ্যায়ের লেখা “ক্যাপ্টেন থমসনের গুপ্তধন” এক অনবদ্য গল্প। লেখকের ...
মুক্তিযুদ্ধের গল্প - নর্তকী

মুক্তিযুদ্ধের গল্প – নর্তকী

জোবায়ের রাজু    সজলের কাছ থেকে প্রথম যেদিন প্রেমপত্র পেল মিতা, সেদিন শাকিলকে আবার মনে পড়ে গেল। এই ছেলেটা দিনের পর দিন মিতার পেছনে সময় ...
আটঘর কুরিয়ানা ভিমরুলী ভাসমান পেয়ারা বাজার যেভাবে যাবেন

আটঘর কুরিয়ানা ভিমরুলী ভাসমান পেয়ারা বাজার যেভাবে যাবেন

 লেখা – আশিক মাহমুদ রিয়াদ নদীমাতৃক বাংলাদেশের অপার সম্ভাবনা ও সৌন্দর্যের লীলাভূমি বরিশাল। বলা হয়ে থাকে বাংলার প্রাচ্যের ভেনিস নামে খ্যাত বরিশালের নদীনালা, খাল-বিলে যুগ ...
মৃদুলা

মৃদুলা

শহীদুল ইসলাম মৃদুলা মৃত্যু উপত্যকায় দাঁড়িয়ে বলছি তুমি তোমার খেয়াল রেখ। তুমি তোমার যত্ন নিও। তুমি আরো বাঁচো। হাজার বছরের চেয়েও বেশি বাঁচো। তুমি আরো ...
জীবনের গান 

জীবনের গান 

সাব্বির হোসেন আমি কেবল বাঁচার জন্য বাঁচতে চাই না, অর্থপূর্ণ জীবন চাই। আমি কেবল দেখার দেখতে চাই না, জানার জন্য দেখতে চাই, বোঝার জন্য দেখতে ...
গল্প : নতুনের আহ্বান 

গল্প : নতুনের আহ্বান 

ইমন শেখ  পিচ ওঠা লাল খোয়া বেরনো রাস্তাটা যেন  আগুনে পুড়ে চামড়া ঝলসানো শরীরের মতোই ধুঁকছে। জরাজীর্ণ সেই রাস্তার ছোট-বড় অগণিত খানাখন্দ এড়িয়ে সাবধানে খালি ...