গৌতম সরকার
মায়ের ভাষা বুকে নিয়ে তোরা
করেছিলি হারাকিরি
তোদের সমাধিতে ফুল ফুটে আছে
২১শে ফেব্রুয়ারি।
আগুল জ্বলেছে দিকে দিকে দেশে
হত্যা হয়েছে ভাষা, ধর্ম, ঘরবাড়ি
এই পথে তোদের পায়ের ধুলো
মিলেমিশে আছে একুশে ফেব্রুয়ারি।
আজ বিমাতার ভাষা মুখে মুখে ঘোরে
মায়ের ভাষা আড়ি
আমরা সবাই সাহেব বনেছি
কি হয়েছিল যেন, ২১শে ফেব্রুয়ারি?
তবু সৈনিক তুমি ইতিহাস
রফিক, বরকত, জব্বার তোমরাই
আমাদের মত কিছু গেঁয়ো মানুষের
জেগে আছো বুকে ২১শে ফেব্রুয়ারি।
একুশে তুমি বাঁচিয়েছ মাতৃভাষা,
জাগিয়ে তুলেছো নিদ্রানিভু চেতন
একুশে তুমি বুকে জমিয়েছো ঘাস
রক্তে ভাষা সমব্যাথীর বেদন৷৷
তোমার কারণে রক্ত স্মরণে
বেঁচেছে ভাষা, ধর্ম, আচরি
তুমি অমর, অক্ষয়, অজর
তুমি আমাদের ২১শে ফেব্রুয়ারি।