দীপঙ্কর শীল
তুমি যদি এসো
নিদ্রালু নয়ন জেগে থাকবে,
হৃদয় পরশে ঝরবে প্রেমবৃষ্টি
যদি শুরু হয় এলোমেলো ঝড়,
তবু মেঘজলে ভিজে পাশে রহিবে।
তোমার বিরহে ক্ষণতরে জমে মেঘ
বজ্রাঘাতের তপ্ত দহনে,
এঁকে দেয় ক্ষত চিহ্ন
খুলেছি দ্বার, কামনা অভিসার
ফুটন্ত পাপড়ি ছুয়ে দাও শয়নে।
আঁখিদ্বয় মেতেছে নীল গগণে
বুকের পাঁজরে শুধু দীর্ঘশ্বাস,
ছুঁয়ে দেবে সেই বলেছিলে ছলে
তাই সেজে থাকি বহু রজণী
নিষ্ঠুর মোর মরিচিকা অভিলাস।
যেদিন থেকে স্বপ্নজলে হয়েছি স্নাত
যাই ঢেউতোলা সমুদ্র লোনাজলে,
ঐ হাসির আগমনী করে খেলা
আসবে কবে লজ্জালয়ে মোর
অপেক্ষায় তবু যুগযুগ মহাকালে।
পথচেয়ে তব জ্বলেছি পুড়েছি
ভিজেছি কতো শ্রাবণে,
এপাশ ওপাশ করেছি ভেবে
পাষাণ তুমি একটুও আসনি
তবু কবিতায় শব্দে আছো প্রাণে।