জোড়া কবিতা- লুনা রাহনুমা

জোড়া কবিতা- লুনা রাহনুমা
  হৃদয়
ঢেকে রেখেছিলাম কুসুমে কোমলে
বাজার থেকে কিনে আনা দামি সুগন্ধে,
গোলাপে আতরে জরির ওড়নায় লোকচক্ষুর অন্তরালে –
আমার মগজের পচে যাওয়া ক্ষত।
বেখেয়ালে কখন দমকা হাওয়া এসে
ভেঙে দিলো সুকঠিন লোহার আগল,
লোকারণ্যে প্রকাশ হলো নিরলঙ্কার ঘৃণা
এতোদিন বুকে চাপা দেয়া ছিল যত।
.
.
.
.
  ভার্চুয়াল ইমেজ
আমাদের,
কথা হয় শুধু মনিটরে,
কথা হয় শুধু পরস্পরের ছবি দেখে।
ভাবের আদান প্রদান হয় ইলেক্ট্রনিক যন্ত্রাংশের আলোয়।
মুখোমুখি আড্ডা নাই-
গ্রাহামবেলের আবিষ্কৃত টেলিফোন নামক যন্ত্রে কণ্ঠস্বর শোনা নাই-
একে অপরের হাঁটা চলা উঠা বসা রুচির শৌখিনতা কেমন
সে আন্দাজ করার কোন উপাই নাই-
তবুও এই যন্ত্রের জগতে ঠিক চেনা হয়ে যায় আসল মানুষটাকে।
কিভাবে?
মুঠোফোনে ফুটে উঠে মানুষগুলোর মনের ভাষা,
আর বাক্যের গঠন,
আর ইমোজি ব্যবহারের ভঙ্গিমা,
সব বলে দেয় তারা যত্ন করে ঢেকে রাখা প্রেরকের অনেক গোপন কথা।
কি-বোর্ডের চাপে- তারে আর বেতারে,
ফুটে উঠে ব্যাক্তির ব্যক্তিত্ব মেজাজ আবেগ আর অহংকারের নিপুন ইমেজ।
তাই,
সামনা সামনি দেখা না হয়েও মানুষ মানুষের বন্ধু হয়।
আবার দিনের পর দিন অপমানিত হবার সুযোগ না দিয়েই
কিছু ইতর লোকের কাছ থেকে দূরে থাকা যায়, সসম্মানে।
উপলব্ধি:
মানুষ নিজেই নিজেকে মেলে ধরে অন্যের সামনে নিজের কথায় আর প্রত্যুত্তরে-
সামনাসামনি গুটিকয় লোকের কাছে,
কিংবা আধুনিক এই প্রযুক্তির যুগে স্ক্রিনে একই সাথে কোটি মানুষের সম্মুখে।
আসলে,
গুণী হলেই মানুষ বড় মানুষ হয় না।
বিনয়ী হবার গুন মানুষকে অর্জন করতে হয়।
খুব কঠিন এই বিদ্যা অর্জন করা।

“বিনা অনুমতিতে এই ওয়েবসাইটের কোন লেখা কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ। কেউ যদি অনুমতি ছাড়া লেখা কপি করে ফেসবুক কিংবা অন্য কোন প্লাটফর্মে প্রকাশ করেন, এবং সেই লেখা নিজের বলে চালিয়ে দেন তাহলে সেই ব্যাক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য থাকবে
ছাইলিপি ম্যাগাজিন।”

সম্পর্কিত বিভাগ

পোস্টটি শেয়ার করুন

Facebook
WhatsApp
Telegram
অপরাজিতা তুমি

অপরাজিতা তুমি

আশিক মাহমুদ রিয়াদ একটি বৃষ্টিস্নাত দিন । ১৪ ই শ্রাবণ ,১৪২৮ পশ্চিমপাড়া, বগালেক, কোলকাতা । জানলা দিয়ে এক ফালি কাগজ ছুঁড়ে মারলো কেউ। বৃষ্টিস্নাত দিন, ...
পাহাড় তুমি

পাহাড় তুমি

ডঃ গৌতম সরকার   পাহাড় তুমি আকাশ হতে যদি চাঁদ নামতো তোমার কোলে কোলে ফসল ভরা খেত ভরতো মেঘে, তুমি তখন  অনন্ত এলেবেলে ।   ...
মা দিবসের দুটি গল্প

মা দিবসের দুটি গল্প

জোবায়ের রাজু মায়ের স্বপ্ন রাত সাড়ে এগারোটা। এত রাতে বাসায় ফিরেছি দেখে ভাবলাম মা রেগে মেগে আগুন হয়ে যাবেন। কিন্তু মায়ের মুখের মধুর হাসি দেখে ...
একটা স্টিল ফোটোগ্রাফ 

একটা স্টিল ফোটোগ্রাফ 

অমিত মজুমদার  দু’হাত ভরে আষাঢ় শ্রাবণ ঢালার পর বুঝতে পারি তুমিই তো সেই কেশবতী একটু আধটু গল্প হলে কিংবা চ্যাট মানতে হবেই তুঙ্গে আমার বেস্পতি। এরপরই ...
অবাঙ্মনসগোচর

অবাঙ্মনসগোচর

আশিক মাহমুদ রিয়াদ এত মিথ্যের ভীড় চাই না আমি! চাই না এই কর্কষ রাজপথ.. চাই না আমি অযাচিত শাপ.. যা পড়ে আছে নীল খামে, লাল ...
গপ্প মীরের ঠেক; পুনর্জীবিত তারানাথ তান্ত্রিক; নব জাগরণ মীরের | Goppo Mirer Thek

গপ্প মীরের ঠেক; পুনর্জীবিত তারানাথ তান্ত্রিক; নব জাগরণ মীরের | Goppo Mirer Thek

ছাইলিপি ডেস্ক “গপ্প মীরের ঠেক” নামটি জুড়ে গিয়েছে বাংলা সাহিত্যের সাথে। রেডিও আরজে ও উপস্থাপক মীর আফসার আলী ‘গপ্প মীরের ঠেক’ নামে একটি গল্প পাঠ ...