জোড়া কবিতা- লুনা রাহনুমা

জোড়া কবিতা- লুনা রাহনুমা
  হৃদয়
ঢেকে রেখেছিলাম কুসুমে কোমলে
বাজার থেকে কিনে আনা দামি সুগন্ধে,
গোলাপে আতরে জরির ওড়নায় লোকচক্ষুর অন্তরালে –
আমার মগজের পচে যাওয়া ক্ষত।
বেখেয়ালে কখন দমকা হাওয়া এসে
ভেঙে দিলো সুকঠিন লোহার আগল,
লোকারণ্যে প্রকাশ হলো নিরলঙ্কার ঘৃণা
এতোদিন বুকে চাপা দেয়া ছিল যত।
.
.
.
.
  ভার্চুয়াল ইমেজ
আমাদের,
কথা হয় শুধু মনিটরে,
কথা হয় শুধু পরস্পরের ছবি দেখে।
ভাবের আদান প্রদান হয় ইলেক্ট্রনিক যন্ত্রাংশের আলোয়।
মুখোমুখি আড্ডা নাই-
গ্রাহামবেলের আবিষ্কৃত টেলিফোন নামক যন্ত্রে কণ্ঠস্বর শোনা নাই-
একে অপরের হাঁটা চলা উঠা বসা রুচির শৌখিনতা কেমন
সে আন্দাজ করার কোন উপাই নাই-
তবুও এই যন্ত্রের জগতে ঠিক চেনা হয়ে যায় আসল মানুষটাকে।
কিভাবে?
মুঠোফোনে ফুটে উঠে মানুষগুলোর মনের ভাষা,
আর বাক্যের গঠন,
আর ইমোজি ব্যবহারের ভঙ্গিমা,
সব বলে দেয় তারা যত্ন করে ঢেকে রাখা প্রেরকের অনেক গোপন কথা।
কি-বোর্ডের চাপে- তারে আর বেতারে,
ফুটে উঠে ব্যাক্তির ব্যক্তিত্ব মেজাজ আবেগ আর অহংকারের নিপুন ইমেজ।
তাই,
সামনা সামনি দেখা না হয়েও মানুষ মানুষের বন্ধু হয়।
আবার দিনের পর দিন অপমানিত হবার সুযোগ না দিয়েই
কিছু ইতর লোকের কাছ থেকে দূরে থাকা যায়, সসম্মানে।
উপলব্ধি:
মানুষ নিজেই নিজেকে মেলে ধরে অন্যের সামনে নিজের কথায় আর প্রত্যুত্তরে-
সামনাসামনি গুটিকয় লোকের কাছে,
কিংবা আধুনিক এই প্রযুক্তির যুগে স্ক্রিনে একই সাথে কোটি মানুষের সম্মুখে।
আসলে,
গুণী হলেই মানুষ বড় মানুষ হয় না।
বিনয়ী হবার গুন মানুষকে অর্জন করতে হয়।
খুব কঠিন এই বিদ্যা অর্জন করা।

“বিনা অনুমতিতে এই ওয়েবসাইটের কোন লেখা কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ। কেউ যদি অনুমতি ছাড়া লেখা কপি করে ফেসবুক কিংবা অন্য কোন প্লাটফর্মে প্রকাশ করেন, এবং সেই লেখা নিজের বলে চালিয়ে দেন তাহলে সেই ব্যাক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য থাকবে
ছাইলিপি ম্যাগাজিন।”

সম্পর্কিত বিভাগ

পোস্টটি শেয়ার করুন

Facebook
WhatsApp
Telegram
সংকট মোচন

সংকট মোচন

গৌতম সরকার কম্বলটা আরেকবার ভালো করে জড়িয়ে নিয়ে পাশ ফিরতে যাবে এমন সময় ফোনটা বেজে উঠল। ভোরের দিকে একপশলা বৃষ্টি হয়েছে, আকাশ মেঘে ঢাকা, পরিবেশটা ...
অভিনেতা হৃতিক নাকি বাঙালি হৃতিক ?

অভিনেতা হৃতিক নাকি বাঙালি হৃতিক ?

হৃত্বিকের জন্ম জন্ম: ১০ জানুয়ারি, ১৯৭৪ সালে। চলচ্চিত্র পরিচালক রাকেশ রোশনের পুত্র হৃতিক বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করেছেন এবং এক দক্ষ নৃত্যশিল্পী হিসেবেও খ্যাতি অর্জন ...
শ্রী রাজীব দত্তের সম্পাদনায় ভৌতিক সংকলন "প্রেতাত্মা"

শ্রী রাজীব দত্তের সম্পাদনায় ভৌতিক সংকলন “প্রেতাত্মা”

শ্রী রাজীব দত্তের সম্পাদনায় সৃষ্টি বই মহল প্রকাশনার তত্ত্বাবধানে সম্পূর্ণ একটি ভৌতিক সংকলন প্রকাশ হচ্ছে “প্রেতাত্মা” সংকলন, এই সংকলন তরুণ তরুণী লেখক লেখিকার নানান ভূত-প্রেত ...
ভালো আছি,ভালো নেই

ভালো আছি,ভালো নেই

অ্যারিন মুমিন এইতো  দিব্যি আছি, বুক মাঝারে সোনাইগাছি। আমি বেচারা আবেগ প্রবণ, মন্দ কথা হয় না শ্রবণ।    প্রেম,একাকিত্ব দিচ্ছে ডাক, আমি বাবুর্চি করছি পাক। ...
ছোটগল্প - সমাধান

ছোটগল্প – সমাধান

জোবায়ের রাজু ঘড়ির কাটায় রাত দুইটা। কবির হোসেনের ঘুম আসছে না। চব্বিশ বছর আগে সড়ক দুর্ঘটনায় নিহত স্ত্রী ঝর্না বেগমকে বেশ মনে পড়ছে। আজ তাদের ...
তোমায় অন্যরকম ভেবেছিলাম

তোমায় অন্যরকম ভেবেছিলাম

  তুলিকা আদিত্য   এরকম করে কথা বলছ কেন? কি হয়েছে? তুমি এরকম করে তো কথা বলোনা! বেশ কয়েকদিন ধরেই দেখছি তুমি আমাকে এড়িয়ে চলছো ! ...