সম্পাদকের কথা
লেখালিখি ও সৃজনশীল সাহিত্য রচনার চেষ্ঠা খুবই সহজাত এবং আবেগের দুর্নিবার আকর্ষণ নিজের গভীরে কাজ করে।পাশাপাশি সম্পাদনা ও প্রকাশনার জন্য বিশেষ তাগিদে অনুভব করি । সেই প্রেরণায় ছাইলিপির সম্পাদনার কাজে মনোনিবেশ এবং ছাইলিপির পথ চলা ।ছাইলিপিতে লিখেছেন,লিখছেন অনেকেই। তাদের প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা। এই ওয়েবসাইটের প্রতিটি লেখাই মূল্যবান। সেই মূল্যবান লেখাকে সংরক্ষণ করতে লেখকদের কাছে আমরা দায়বদ্ধ। কোন লেখার মধ্যে বানান বিভ্রাট থাকলে সেটির জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করছি।
ছাইলিপি তারুণ্যের পত্রিকা। ছাইলিপির সম্পাদক সহ পরিচালনা সংশ্লিষ্ট সবাই টগবগে স্বপ্ন উদ্দীপিত তরুণ। তাদের বিবেচনা কিংবা দৃষ্টি অগোচরে ভুল হওয়া স্বাভাবিক। তবে এই ভুলের জন্য ছাইলিপি পরিবার লেখক /পাঠক শুভানুধ্যায়ীদের কাছে আন্তরিক ক্ষমা প্রার্থনা করে। সেই সাথে জানায় ছাইলিপি যেমন এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাচ্ছে ছাইলিপির পেছনের মানুষগুলোও৷ সম্পাদক হিসেবে আমি ছাইলিপি পরিবারের অন্যান্য সদস্যদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাতে চাই। শুরুতে দশটা আঙুল, কিবোর্ড আর মস্তিস্কের শক্তি দিয়ে যে ছাইলিপি একাই পরিচালনা শুরু করেছিলেন সম্পাদক। সেই ছাইলিপি এখন একটি পরিবার৷ সম্পাদক বিশ্বাস করেন, সৃষ্টি হোক দারুণ কিছু।
ছাইলিপি একটি বাংলাদেশী অনলাইন সাহিত্য সাময়িকী । এখানে প্রতিদিন সাহিত্যের বিভিন্ন বিষয়বস্তু যেমন-গল্প,কবিতা,আর্টিকেল,রিভিউ প্রকাশ করা হয়। ছাইলিপির যাত্রা শুরু হয় ২০২০ সালের ২২ শে মে। একটু একটু করে দূর্বার গতিতে ছাইলিপি এগিয়ে যাচ্ছে পাঠকের দোড়গড়ায়। ছাইলিপিতে প্রতিদিনই দেশ এবং দেশের বাইরের নবীন-প্রবীন লেখকদের লেখা প্রকাশ করা হয়। প্রতি সপ্তাহে একটি বিশেষ সংখ্যা প্রকাশ করে হয়। সংখ্যাটির নাম- সাপ্তাহিক-স্রোত ।
যে সকল বিভাগে লিখতে পারেন-
প্রবন্ধ-নিবন্ধ
ছোটগল্প
অণুগল্প
মুক্তগদ্য
রম্যগল্প
ধারাবাহিক উপন্যাস
থ্রিলার গল্প
প্রেমের গল্প
ভালোবাসার গল্প
রহস্যগল্প
ভৌতিক গল্প
ভ্রমণ কাহিনী
কবিতা
ছড়া
গ্রন্থালোচনা
ফটোগ্রাফি(ক্যাপশন আবশ্যক)
স্মৃতিচারণ মূলক রচনা
সিনেমা রিভিউ
নাটক রিভিউ
সমসাময়িক বিষয়বস্তুর ওপর আর্টিকেল
দ্রষ্টব্য- উল্লেখিত বিভাগগুলোর বাইরে আপনি যদি এই বিভাগগুলো- রান্না,গ্যাজেট,সিনেমা,ইতিহাস,রহস্য ঘটনা, পোষ্য প্রাণী প্রভৃতি বিষয়ে লেখা পাঠাতে চান।সেক্ষেত্রেও আপনার সাদর আমন্ত্রণ।
০১.আপনার লেখাটি হতে হবে অপ্রকাশিত ।
০২.আপনার প্রেরিত লেখাটি হতে হবে সর্বোচ্চ ৫০০ থেকে ১০০০ শব্দের মধ্যে।
ছড়া সর্বোচ্চ ১৫ লাইন ও কবিতা সর্বোচ্চ ২০ লাইনের হতে হবে।(লেখার মান ভালো হলে দীর্ঘ কবিতাও গ্রহণ করা হয়)
০৩. লেখার নিচে অবশ্যই লেখকের ছবি, বর্তমান ঠিকানা ও সেলফোন নাম্বার দিতে হবে। (ছবি ক্ষেত্রে ।বাধ্যবাধকতা নেই)
০৪. আপনার লেখাটি এমএস ওয়ার্ডের সুতুনী এমজে অথবা মোবাইল ফন্ট(অভ্র) তে লিখে পাঠিয়ে দিন আমাদের ইমেইলে।
০৫.লেখায় বানানরীতির ব্যাপারে সচেতন থাকা আবশ্যক।
০৬.লেখা পাঠাতে পারবেন আমাদের অফিসিয়াল জিমেইল এড্রেস কিংবা আমাদের অফিসিয়াল ফেসবুক পেইজের ইনবক্সে।
০৭.লেখা পাঠানোর পরে প্রকাশের আগ পর্যন্ত সেই লেখা অন্য কোথাও না পাঠানোর অনুরোধ।
০৮.লেখা পাঠানোর পরে প্রকাশের জন্য অন্তত দুই থেকে তিন সপ্তাহ অপেক্ষা করা বাঞ্ছনীয় ।
০৯.লেখা প্রকাশিত হল,জানিয়ে দেয়া হবে ইমেইলের মাধ্যমে অথবা আমাদের অফিসিয়াল ফেসবুক পাতা এবং গ্রুপে।
১০. লেখা পাঠানোর পর অন্তত পক্ষে ২ সপ্তাহ থেকে ৪ সপ্তাহ অপেক্ষা করতে হবে।
১১.লেখা প্রকাশের বিনিময়ে ছাইলিপি কর্তৃক সম্মানী প্রদান করা হয় না।
১২.লেখা যেহেতু স্বেচ্ছায় পাঠাচ্ছেন সেহেতু ছাইলিপি পরিবার আপনার প্রতি সাদর কৃতজ্ঞতা প্রকাশ করে।
১৩. লেখা পাঠানোর সম্পুর্ণ দায়ভার লেখকের ।
১৪. প্রয়োজনে ছাইলিপির ওয়েবসাইটে প্রকাশিত লেখাটি রিমুভ করা হতে পারে ।
সতর্কীকরণঃ বিতর্কিত ও উস্কানিমূলক লেখা গ্রহণযোগ্য নয়।
লেখাপাঠাতে ইমেইল করুন- [email protected]
আমাদের অঙ্গিকার-
ছাইলিপি প্রতিষ্ঠা করা হয়েছে নবীন এবং তরুনদের লেখালিখির একটি উন্নত মানের প্লাটফর্ম তৈরীর জন্য। আমরা বিশ্বাস করি সাহিত্যের অন্তরায় থাকলে জীবনকে কখনো ঠুনকো মনে হয় না। নিয়মিত সাহিত্য চর্চা করা মানবজীবনের পরিবর্তনে অপরিসীম ভূমিকা তৈরী করে ৷ নিয়মিত বই পড়া মানবজীবনকে সুন্দর করে তোলে। ছাইলিপিতে পাঠক ভিজিট করার পরে এখানে তরুন লেখকদের সব আকর্ষণীয় লেখা বিনামূল্যে পড়তে পারবে৷
আমরা চেষ্টা করে যাচ্ছি ছাইলিপিতে নতুন নতুন সংযোজন করার। যাতে আমরা পাঠককে সাহিত্য চর্চায় আকৃষ্ট করতে পারি।
ছাইলিপির উদ্দেশ্য একটিই- মানুষকে সাহিত্য চর্চা আগ্রহী করে তোলা।
আপনার অভিযোগ,জিজ্ঞেসা এবং মতামতকে আমরা সম্মান করি।ছাইলিপি সম্পর্কে আপনার যেকোন জিজ্ঞেসার জন্য আমরা সর্বদা প্রস্তুত।
আমাদের ইমেইল করুন-
ইমেইল- [email protected]
আমাদের ফেসবুক পাতা-
https://www.facebook.com/weeklyChailipi/
ফেসবুক গ্রুপ-
https://www.facebook.com/groups/chailipi/
বিজ্ঞাপন দিন-
আপনার প্রতিষ্ঠানের বিশ্বব্যাপী বিজ্ঞাপন দিন ছাইলিপিতে। আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য আমাদের কল করুন।
ছাইলিপিতে লিখুন, ছাইলিপি পড়ুন, ছাইলিপির সাথেই থাকুন।
উপদেষ্টা মণ্ডলী-
সেকেন্দার আলি সেখ
কবি ও সাহিত্যিক, পশ্চিমবঙ্গ, ভারত ।
মিরাজুল হক
প্রাবন্ধিক, পশ্চিমবঙ্গ, ভারত ।
মাহাবুবুল আলম মুন্না
সিইও, NCB IT, পিরোজপুর, বরিশাল ।
সৌর শাইন
সম্পাদক, গল্পপথিক অনলাইন ম্যাগাজিন, ঢাকা, বাংলাদেশ ।
বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ
ড. গৌতম সরকার
কবি ও সাহিত্যিক, পশ্চিমবঙ্গ, ভারত ।
ড.মহিতোষ গায়েন
কবি ও সাহিত্যিক, পশ্চিমবঙ্গ, ভারত ।
আদিল মাহফুজ রনি
লেখক, সিলেট, বাংলাদেশ।
তানভীর আহমেদ সৃজন
লেখক,ঢাকা বাংলাদেশ ।
আদনান সহিদ
কবি ও সাহিত্যিক, ঢাকা, বাংলাদেশ ।
পার্থসারথি
লেখক,ঢাকা, বাংলাদেশ ।
মার্কেটিং সহায়তা-
সাঈদ হাসান
এসইও এক্সপার্ট, পিরোজপুর, বরিশাল, বাংলাদেশ ।
সম্পাদক ও প্রকাশক
আশিক মাহমুদ রিয়াদ