মোঃফেরদাউস
আমার কলম সত্য লিখে
সত্য-ই তার বল।
সত্য লিখে মরবো আমি
এটাই জীবন পণ।
স্বপ্নে আমি মৃত্যু পুষি
মৃত্যু আমার সাথী।
সত্য লিখে মৃত্যু হলে
এতেই আমি খুশি।
লিখবো আমি দেশের স্বার্থে
দেশের সত্যতা।
যায় যদি যাক জীবন আমার
এটাই সভ্যতা।
কালো টাকায় কলম বিক্রি
বিচার বেলায় ছাড়।
হাজারো খুনি পারপেয়ে যায়
এ অসাধুতা কার?
দেশ অন্ধ, সমাজ অন্ধ
অন্ধ মানুষের চোখ।
মিথ্যায় ভূধর ছেয়ে গ্যাছে
মিথ্যা তোরা রোখ।
কারণ ছাড়া মানুষ মারা
কোন ধর্মের বিধি?
ধর্মের বিধি নয়তো এটা,
পশুর নিষ্ঠুর নীতি।
ধর্ষণকারীর নেই যে বিচার
নেই বিধানে ফাঁস।
তাই খুঁজে পাই ঝোপের ধারে
হাজারো মা-বোনের লাশ।