সত্যের বাণী 

সত্যের বাণী 

মোঃফেরদাউস 

 

আমার কলম সত্য লিখে 

   সত্য-ই তার বল।

সত্য লিখে মরবো আমি

  এটাই জীবন পণ।

স্বপ্নে আমি মৃত্যু পুষি

  মৃত্যু আমার সাথী।

সত্য লিখে মৃত্যু হলে

 এতেই আমি খুশি। 

লিখবো আমি দেশের স্বার্থে 

    দেশের সত্যতা। 

যায় যদি যাক জীবন আমার 

     এটাই সভ্যতা। 

কালো টাকায় কলম বিক্রি 

     বিচার বেলায় ছাড়।

হাজারো খুনি পারপেয়ে যায়

    এ অসাধুতা কার?

দেশ অন্ধ, সমাজ অন্ধ 

   অন্ধ মানুষের চোখ।

মিথ্যায় ভূধর ছেয়ে গ্যাছে 

   মিথ্যা তোরা রোখ।

কারণ ছাড়া মানুষ মারা 

 কোন ধর্মের বিধি?

ধর্মের বিধি নয়তো এটা, 

 পশুর নিষ্ঠুর নীতি।

ধর্ষণকারীর নেই যে বিচার

  নেই বিধানে ফাঁস।

তাই খুঁজে পাই ঝোপের ধারে

  হাজারো মা-বোনের লাশ।

 

“বিনা অনুমতিতে এই ওয়েবসাইটের কোন লেখা কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ। কেউ যদি অনুমতি ছাড়া লেখা কপি করে ফেসবুক কিংবা অন্য কোন প্লাটফর্মে প্রকাশ করেন, এবং সেই লেখা নিজের বলে চালিয়ে দেন তাহলে সেই ব্যাক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য থাকবে
ছাইলিপি ম্যাগাজিন।”

সম্পর্কিত বিভাগ

পোস্টটি শেয়ার করুন

Facebook
WhatsApp
Telegram
ঈদ ও জীবন

ঈদ ও জীবন

মজনু মিয়া আকাশের চাঁদ দেখা মাত্রা আনন্দ ক্ষণ শুরু কেনাকাটা শুরু আরও আগে থেকে হইছে কারও আবদার পূরণ করা সম্ভব নয় তো আমার অভাবের সংসারে ...
কবি কাজী নজরুল ইসলামের সাম্যবাদী কবিতা -"মানুষ" [আবৃত্তি]

কবি কাজী নজরুল ইসলামের সাম্যবাদী কবিতা -“মানুষ” [আবৃত্তি]

একটি বৃষ্টির কবিতা

একটি বৃষ্টির কবিতা

আরিফুল ইসলাম টপ টপাটপ বৃষ্টি পড়ে আকাশ ফুঁড়ে ঐ, বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়ে বৃষ্টির বাড়ি কই? দমকা হাওয়ায় ঝিরিঝিরিয়ে পড়ছে মধুর সুরে, এমন সময় মন ...
আসছে শাওকির নতুন ওয়েবসিরিজ কারাগার !

আসছে শাওকির নতুন ওয়েবসিরিজ কারাগার !

বাংলাদেশের ওয়েবসিরিজ ইন্ড্রাস্ট্রিকে বড়সড় যে ক’টি ওয়েবসিরিজ ধাক্কা দিয়ে সতেজ করে তুলেছিলো তাদের মধ্যে অবশ্যই তাকদীরের নাম আগে উঠে আসবে। তাকদীর সৈয়দ আহমেদ শাওকী পরিচালিত ...
নিত্য চলনে

নিত্য চলনে

কনককান্তি মজুমদার ক্লান্ত রাত — অন্ধকার সাঁতরে সাঁতরে  চলেছে আলোর সকালে আমি তোমার হাতে তুলে দিয়েছি অস্থিরতার অভিশাপ ভালবাসা নিঙরানো আঘাটায় দাঁড়িয়ে তোমায় দিয়েছি স্নেহ ...
একটিবার-মনিরুজ্জামান অনিক

একটিবার-মনিরুজ্জামান অনিক

মনিরুজ্জামান অনিক     বুনোহাঁসের দল যখন ছুটে যায় জলে, আমি দীঘর্শ্বাস ফেলি কিছু ফেলে আসা অতীতে। আমার চোখ ঝাপসা হয়, চশমাটা খুলে রাখি টেবিলে। ...