ফজলে রাব্বী দ্বীন
মেঘ বলেছে ডাকি
টকটকে লাল মোরগঝুটির ঘুম ভাঙিয়ে;
তার ছবিটি আঁকি
স্বপ্নবনের সবুজ পাতায় নীল রাঙিয়ে।
সকাল হলে এসো
দিঘীর পাড়ের শাপলা গুলো কেমন নাচে,
কদম হয়ে হেসো
দেখবে যখন কুচকুচিটা বকুল গাছে।
বর্ষা লিখে ছড়া
হাওর পাড়ের কান্নাগুলো দৃষ্টি কাড়ে,
চোখ ভিজিয়ে পড়া
মানিকজোড়া কাঁঠাল পাতার নৌকা ছাড়ে।
সন্ধ্যা নামার আগে
পত্রলেখার পাপড়ি দুটো সঙ্গে নিও।
লাল কুসুমের বাগে
স্বর্ণচাঁপার মিষ্টি ঠোঁটে বৃষ্টি দিও।
ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং,
প্রথম বর্ষ,
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট)