পোস্তগোলা সেতু সংস্কার | বিকল্প যে রাস্তা ব্যবহার করবেন | Postogola Buriganga

পোস্তগোলা সেতু সংস্কার | বিকল্প যে রাস্তা ব্যবহার করবেন | Postogola Buriganga

ঢাকার প্রবেশদ্বার নামে পরিচিত পোস্তগোলায় অবস্থিত বুড়িগঙ্গা নদীর উপরে নির্মিত সেতুটি বন্ধ হয়ে যাচ্ছে।  আগামী ২২ ফেব্রুয়ারি থেকে পোস্তগোলা সেতুর সংস্কার কাজ শুরু হবে, যা চলবে আগামী ৮ মার্চ পর্যন্ত। এ সংস্কার কাজ চলাকালে ঢাকাসহ ২১ জেলার যানবাহনের যাতায়াতের ক্ষেত্রে বাড়তি যানজটের আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। বুড়িগঙ্গা সেতু নির্মাণে বাংলাদেশকে অর্থ সাহায্য দিয়েছে চীন। এই সেতু নির্মাণ শুরু হয় ৮০-এর দশকে এবং শেষ হয় ১৯৮৯ সালে। ওই বছর সেতুর উদ্বোধন হয়। এর পর থেকে সেতুটি ঢাকাবাসীকে পরিসেবা দিচ্ছে। তবে ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে) মহাসড়কের তৃতীয় কিলোমিটারে অবস্থিত বাংলাদেশ-চীন মৈত্রী (পোস্তগোলা সেতু) এর  দুটি গার্ডারের মেরামত ও রেট্রোফিটিং কাজ করা হবে। যে কারণে বন্ধ থাকবে সেতুটিতে যান চলাচল।

রেট্রোফিটিং এর অর্থ হলোঃ পূর্বে নির্মিত স্ট্রাকচার এ নুতন কিছু সংযোগ করে , ব্রিজটির এর স্ট্রেনথ বাড়ানোর বা শক্তিশালী করার প্রক্রিয়া ।উল্লেখ্য ২০২০ সালে উদ্ধ্বারকারী জাহাজের ধাক্কায় একটি গার্ডার ক্ষতিগ্রস্থ হয়।

এ জন্য ভারী যানবাহনগুলো (ট্রাক-পিকআপ ভ্যান, কাভার্ডভ্যান, কনটেইনারবাহী লরি) ২২ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত এবং হালকা যানবাহন (বাস, মাইক্রোবাস, প্রাইভেটকার, সিএনজি, অটোরিকশা ইত্যাদি) ২৪ ও ২৬ এবং ১, ৪ ও ৮ মার্চ- এই পাঁচ দিন বিকল্প সড়ক ব্যবহার করতে বলা হলো।

ভারী যানবাহন ও বড় বাসের জন্য বিকল্প সড়কগুলো

ক. যাত্রাবাড়ী থেকে ছেড়ে আসা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কগামী যানবাহন ধোলাইপাড় বাসস্ট্যান্ড ও বাবুবাজার সেতু ব্যবহার করে তেঘড়িয়া ইন্টারসেকশন হয়ে মহাসড়কে প্রবেশ করবে।

খ. জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়ক হতে যাত্রাবাড়ীগামী যানবাহন তেঘড়িয়া ইন্টারসেকশন-বাবুবাজার সেতু ব্যবহার করে ধোলাইপাড় হয়ে যাত্রাবাড়ী প্রবেশ করবে।

গ. গাবতলী থেকে ছেড়ে আসা দক্ষিণ অঞ্চলগামী যানবাহনগুলো পাটুরিয়া দৌলতদিয়া ফেরিঘাট হয়ে যাতায়াত করবে।

ঘ. দেশের পূর্বাঞ্চল/দক্ষিণ পূর্বাঞ্চল থেকে ছেড়ে আসা দক্ষিণাঞ্চল/দক্ষিণ পশ্চিমাঞ্চলগামী যানবাহনসমূহ চাঁদপুর-শরীয়তপুর ফেরিঘাট হয়ে যাতায়াত করবে।

ঙ. দেশের উত্তরাঞ্চল থেকে ছেড়ে আসা দক্ষিণাঞ্চলগামী যানবাহনসমূহ বঙ্গবন্ধু সেতু হয়ে যাতায়াত করবে।

হালকা যানবাহন (মাইক্রোবাস, প্রাইভেট কার, সিএনজি, অটোরিকশা) জন্য বিকল্প সড়কগুলো

ক. পদ্মা সেতু হতে নারায়ণগঞ্জ ও চট্টগ্রামমুখী যানবাহন শ্রীনগর-মুন্সীগঞ্জ- মুক্তারপুর সেতু- তৃতীয় শীতলক্ষ্যা সেতু- মদনপুর সড়ক ব্যবহার করতে পারবে।

খ. সিলেট, চট্টগ্রাম থেকে পদ্মা সেতুমুখী যানবাহন মদনপুর থেকে তৃতীয় শীতলক্ষ্যা সেতু-মুক্তারপুর সেতু মুন্সীগঞ্জ-শ্রীনগর সড়ক ব্যবহার করতে পারবে।

গ. পদ্মা সেতু থেকে ঢাকাগামী যানবাহন শ্রীনগর দোহার- নবাবগঞ্জ-কেরানীগঞ্জ (আর-৮২০) সড়ক, তুরাগ-রোহিতপুর (জেড-৫০৬৯), আব্দুল্লাহপুর-রাজাবাড়ী বাজার-কোনা খোলা মোড়-বছিলা সেতু- মোহাম্মদপুর সড়ক ব্যবহার করতে পারবে।

“বিনা অনুমতিতে এই ওয়েবসাইটের কোন লেখা কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ। কেউ যদি অনুমতি ছাড়া লেখা কপি করে ফেসবুক কিংবা অন্য কোন প্লাটফর্মে প্রকাশ করেন, এবং সেই লেখা নিজের বলে চালিয়ে দেন তাহলে সেই ব্যাক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য থাকবে
ছাইলিপি ম্যাগাজিন।”

সম্পর্কিত বিভাগ

পোস্টটি শেয়ার করুন

Facebook
WhatsApp
Telegram
অয়োময়

অয়োময়

জোবায়ের রাজু এক সময়ে অধিক সম্পত্তির মালিক ছিলেন আজিজুর রহমান। এখন আর কোনো কিছু অবশিষ্ট নেই। সারাবছর যে ভাইদের পড়ালেখার খরচ আর সুখ শান্তির পেছনে ...
গল্প - সব ঠক

গল্প – সব ঠক

উম্মেসা খাতুন ঘাটের উপর পরিতোষের মিষ্টির দোকান। জয় মা তারা মিষ্টান্ন ভাণ্ডার।পরিতোষ এখন দোকানে নেই।তার বাবা আশুতোষ রয়েছে। দোকানের চেয়ারে বসে কবেকার পুরনো চশমাটা চোখে ...
বঙ্গবন্ধু নামের চিরন্তন কবিতা

বঙ্গবন্ধু নামের চিরন্তন কবিতা

আশিক মাহমুদ রিয়াদ আষাড়ে সকালে, হারায়ে সকলে দৃষ্টি বিচলিত হয়েছে, বিক্ষিপ্ত হয়েছে রক্তের শ্রোত! সেদিন কদমডালে বসে কেঁদেছে একটি কুহকপাখি আকাশ বানীতে, শকুনের মায়াজারি! ওদের ...
গুড়া মাছের মনোবাঞ্চনা

গুড়া মাছের মনোবাঞ্চনা

সাচ্চু আনোয়ার  পুঁটি বলে কেঁদে কেঁদে, আমি কি জানি? এতো ঘোলা কে করেছে চকচকে পানি। ছোট নিরীহ মাছ আমি চলি এদিক ওদিক, মওকা এলে করি ...
তারা ও জোনাক পোকা

তারা ও জোনাক পোকা

বিরহের কবিতা – কাজী সামসুল আলম    সবাই মিলে সন্ধ্যা বেলা সেদিন মাঠে বসে পড়ল দেখি আকাশ থেকে একটি তারা খসে, আকাশ জুড়ে হৈ হুল্লোড় ...
হৃদয়ে বঙ্গবন্ধু

হৃদয়ে বঙ্গবন্ধু

মোঃ রাসেল শেখ হে প্রিয় জ্বালাময়ী বঙ্গ- তোমার তরে,সহস্রবারে করি শির নত- যাহা আজও অব্দি রয়েছে বহিবিশ্বে চির উন্নত অক্ষত। পেয়েছি তোমায়-ত্রিশ লক্ষ শহীদের রক্ত ...