বেস্ট বাংলা ফেসবুক ক্যাপশন
১.
সন্ধ্যা নীল জেগে থাকে আশা,
দীর্ঘশ্বাস জমে রোডলাইটে, রাস্তারা সব একা!
২.
নীল আলোরা জেগে থাকে মহাকালে,
ধূসর রঙে রাঙা এই বসন্তে,
কেউ কেউ প্রেমিক পায়,
কেউ কেউ প্রেমিকা পায়,
কেউ আবার একা হয়ে বসে থাকে,
বিষণ্যতা চাপা ধূসর রঙে!
৩.
কখনো কখনো বদলে যেতে হয়,
কখনো খোলস পাল্টাতে হয়,
কষ্ট চেপে রাখতে হয়, মিথ্যে হাসতে হয়।
জীবন বদলে যায় সময়ের ফেরে।
৪.
এই লাল-নীল সন্ধ্যায়,
পাখিরা সব নীড়ে ফিরে
গোধূলী আলোয় কেউ কেউ
চারদেয়ালে বিষণ্যতায় ডোবে
৫.
এই বিভিষিকাময় জীবন একদিন পালটে যাবে,
আমি আবার তোমায় ভালোবাসবো।
আমি আবার তোমায় এ কথাটি বলবো,
সেদিন আবার আমি ডুবে যাবো
তুমি অন্যের হাত ধরে চলে গেলে।
৬.
জমে থাকা ব্যথা, মৃতদের চিঠি উড়ে আসে।
কল্পনায় ডুবে থাকা সুখ পাখির মৃত্যু হয়।
কেউ কেউ মরে যেতে চায়,
সবাই চাইলেও মরতে পারে না।
৭.
নিশিথ নিথর দেহ যাপন,
দেহ কি এক অদ্ভুত যন্ত্র।
ভেসে আসে কি অদ্ভুত সুর,
বিষণ্যতা ফেলে যাই বহুদূর।
৮.
সবাইকেই একদিন মরে যেতে হবে,
তবে কেউ কেউ জীবিত অবস্থাতেই মৃত।
সবাইকেই একদিন বদলে যেতে হয়।
শুধু দরকার হয় বদলানোর কারণটা।
৯.
সব মুখ চাইলেও ভোলা যায় না,
কিছু মুখ চিরকাল মনে থাকে,
সব দুঃখ চাইলেই সুখে পরিনত করা যায় না।
কিছু দুঃখ চিরকাল সুখ মুছে দেয়।
১০.
আকাশের রঙ বদলে যায়,
গোধূলী আলোয় উড়ে যায় স্বপ্ন।
দু চোখ ভিজে যায় জলে,
দুঃখ পাঠাও তুমি অন্যের হয়ে।
১১.
তুমি আমার জীবনে বসন্ত হয়ে এসো,
চলে যেও কোন ধূসর রাঙা দিনে।