বেস্ট রোমান্টিক কবিতা ফেসবুক ক্যাপশন (২০২৩)
ক্যাপশনগুলো সবার জন্য উন্মুক্ত । আপনার পছন্দের ক্যাপশনটি খুঁজে নিতে পারেন এখান থেকে । তবে একটি অনুরোধ , ক্যাপশনগুলো কপি করে পোস্ট করার সময় অবশ্যই লেখকের নাম সহ পোস্ট করবেন । এতে লেখক আপনাদের জন্য লেখার জন্য অনুপ্রেরণা পাবে । ধন্যবাদ ! ভালো থাকুন সব সময় ।
ক্যাপশন গুলো কপি করতে কমেন্ট সেকশনে কপি লিখে মন্তব্য করুন।
১.
বর্ষা পেরিয়ে শরতের আসা যাওয়া
তোমাকে আমার কাছে পাওয়া,
বাতাসে ভেসে বেড়ায় স্নিগ্ধতা,
খোলা হাওয়ায় ওড়ে তোমার চুল
বাতাসে দোলে স্নিগ্ধ কাশফুল!
-আশিক মাহমুদ রিয়াদ
২.
কি প্রেমে জড়ালে আমায়,
জড়ালে কি অপূর্ণতার অদ্ভুত মায়ায়।
দূরে ঐ সোনালি পাহাড় ডাকে আমায়
আমি ঠিক ঠিক ভালোবাসি তোমায়!
-আশিক মাহমুদ রিয়াদ
৩.
প্রহেলিকা! তুমি এভাবে বৃষ্টি হয়ে ঝরবে,
বিশুদ্ধ বাতাস, তুমি এভাবে স্নিগ্ধতায় আমায় জড়াবে!
উপহাস তুমি এভাবে হেয়ালি মেঘের মতো কাঁদবে!
ভেজা রাস্তায় চুমু খাওয়া রডোডেনড্রন!
-আশিক মাহমুদ রিয়াদ
[বিরহের ক্যাপশন পেতে এখানে ক্লিক করুন]
৪.
আমরা কেউ কাউকে ভালোবাসি না,
ভালোবাসা আমাদের চায় না!
তুমি চাও না আমাকে, আর আমি তোমাকে।
এর নাম ভালোবাসা না,
এর নাম প্রনয় কিংবা বিরহ না!
–আশিক মাহমুদ রিয়াদ
৫.
পরম উষ্ণ ভেজা আদরে
কিছু কিছু প্রেমিক ভালোবেসেছে।
হাত দিয়ে কেউ কেউ বৃষ্টি ছুঁয়ে দেখেছে৷
বৃষ্টির ভেজা গন্ধে কেউ সিগারেট ধরিয়েছে।
আমিও তাদের একজন হয়ে
তোমায় ভালোবাসতে চেয়েছিলেম।
-আশিক মাহমুদ রিয়াদ
৬.
কষ্ট দিও.. জ্যোৎস্না রাতে..
চিরলপাতার ফাঁকে দুঃখ কাঁদে..
মৃতরাও ডাক পাঠায়..।
আমাবস্যা বিলাস শোকে..
-আশিক মাহমুদ রিয়াদ
৭.
এ চোখে দেখো চেয়ে
ক্রুদ্ধ ঘৃণার বিস্ফোরণ
রুদ্ধচোখে দেখো চেয়ে
তোমার সুখের বিস্মরণ..
-আশিক মাহমুদ রিয়াদ
৮.
বৃষ্টির আগে বাতাসের স্নিগ্ধ গন্ধ বয়।
তোমার পদচিহ্ন আমার বুকে পড়ে রয়
এরপর কত ঘনঘটা বর্ষা এলোগেলো,
বাতাস জুড়ে কয় ঘটনা রটে গেলো।
-আশিক মাহমুদ রিয়াদ
৯.
আমি বড্ড অসহায় অপরাজিতা…
আমি অসহায় একা, রোডলাইটের মতো
আমি অসহায় একা, এক কাপ চায়ের ক্ষত!
আমি অসহায় একা, শেষরাতের বাদলা জ্বরে
আমি বড় অসহায় একা, ভেজা কাক হয়ে!
-আশিক মাহমুদ রিয়াদ
১০.
ভালো থেকো..নীল ফুল…!
ভালো থেকে আমার প্রিয় অপ্রিয় বাসনা..
ভালো থেকো আমার দুঃর্ভাগ্যের সময়..
তুমি বরং হার মেনো না!
-আশিক মাহমুদ রিয়াদ
আমার হৃদয়ের প্রতিটি স্পন্দনে,
তোমার কামনায় পরিপূর্ণে।
তোমার ভালবাসা আমার নেশা,
এবং আমার আত্মা আগুনে পুড়ে যায়।
-আশিক মাহমুদ রিয়াদ