Standard Bangladesh

দেশের সব থেকে বড় সেতু নির্মাণ হবে ভোলায়

বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা ভোলা। আয়তনের দিক দিয়ে এ জেলাটি প্রায় ৩৪০৩.৪৮ বর্গ কিমি। ৭ উপজেলা নিয়ে বিস্তৃত অপার সম্ভাবনার এই জেলাটি । ভোলা জেলার চারদিকে নদী বেষ্টিত হওয়ায় সমগ্র বাংলাদেশের সাথে ভোলার কোন সড়ক নেই। তবে ভোলার ভেদুরিয়া ফেরিঘাট এবং বরিশালের লাহারহাট ফেরীঘাট থেকে ফেরী সার্ভিস চালু রয়েছে । তবে বরিশাল থেকে অধিকাংশ মানুষ ভোলায় যাতায়াতের জন্য লঞ্চ ব্যবহার করে থাকে। বরিশাল নদী বন্দর থেকে প্রতিদিন ১ ঘন্টা পর পর ভোলার উদ্দেশ্যে ছোট ছোট লঞ্চ ছেড়ে যায়। বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চল বিবেচনায় ভোলা বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ একটি জেলা ।ভোলায় সেতু নির্মাণ এখন সময়ের দাবি। নিচের ভিডিওতে জানুন বিস্তারিত-
 

এই লেখাটি শেয়ার করুন
ছাইলিপির ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

ছাইলিপির কথা

লেখালিখি ও সৃজনশীল সাহিত্য রচনার চেষ্টা খুবই সহজাত এবং আবেগের দুর্নিবার আকর্ষণ নিজের গভীরে কাজ করে। পাশাপাশি সম্পাদনা ও প্রকাশনার জন্য বিশেষ তাগিদে অনুভব করি। সেই প্রেরণায় ছাইলিপির সম্পাদনার কাজে মনোনিবেশ এবং ছাইলিপির পথচলা। ছাইলিপিতে লিখেছেন, লিখছেন অনেকেই। তাদের প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা। এই ওয়েবসাইটের প্রতিটি লেখা মূল্যবান। সেই মূল্যবান লেখাকে সংরক্ষণ করতে লেখকদের কাছে আমরা দায়বদ্ধ। কোন লেখার মধ্যে বানান বিভ্রাট থাকলে সেটির জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করছি। ছাইলিপি সম্পর্কিত যে কোন ধরনের মতামত, সমালোচনা জানাতে পারেন আমাদেরকে । ছাইলিপির সাথে থাকার জন্য ধন্যবাদ। ছাইলিপির নতুন সংযোজন ছাইলিপির ইউটিউব চ্যানেল Chailipi Magazine। সাবস্ক্রাইব করার আহ্বান।

error: কপি করা থেকে বিরত থাকুন ! বিশেষ প্রয়োজনে ইমেইল করুন [email protected]