Standard Bangladesh

পিরোজপুরের বেকুটিয়া সেতু উদ্বোধন হবে কবে?

পিরোজপুর জেলার কচা নদীর বেকুটিয়া পয়েন্টে নির্মিত এ বক্স গার্ডার টাইপ সেতুটির কাজ শেষ হয়েছে কিছুদিন আগে।পিরোজপুরবাসীর বহুল কাঙ্খিত এই সেতুটির ২০১৮ সালের জুলাই মাসে সেতুটির নির্মাণ কার্যক্রম শুরু হয়। বরিশাল-খুলনা মহাসড়কের অত্যান্ত একটি বিড়ম্বনার নাম ছিলো বেকুটিয়া ফেরিঘাটে দীর্ঘক্ষণ ফেরির জন্য বসে থাকা। তবে বদলে যাচ্ছে দিন! সেতুটি চালু হলে এ অঞ্চলের ১৮টি জেলার কয়েক কোটি মানুষের অর্থনৈতিক ও জীবনযাত্রার মানের ব্যাপক উন্নয়ন ঘটবে। বিস্তারিত জানতে নিচের ভিডিও দেখুন-

 

এই লেখাটি শেয়ার করুন
ছাইলিপির ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

ছাইলিপির কথা

লেখালিখি ও সৃজনশীল সাহিত্য রচনার চেষ্টা খুবই সহজাত এবং আবেগের দুর্নিবার আকর্ষণ নিজের গভীরে কাজ করে। পাশাপাশি সম্পাদনা ও প্রকাশনার জন্য বিশেষ তাগিদে অনুভব করি। সেই প্রেরণায় ছাইলিপির সম্পাদনার কাজে মনোনিবেশ এবং ছাইলিপির পথচলা। ছাইলিপিতে লিখেছেন, লিখছেন অনেকেই। তাদের প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা। এই ওয়েবসাইটের প্রতিটি লেখা মূল্যবান। সেই মূল্যবান লেখাকে সংরক্ষণ করতে লেখকদের কাছে আমরা দায়বদ্ধ। কোন লেখার মধ্যে বানান বিভ্রাট থাকলে সেটির জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করছি। ছাইলিপি সম্পর্কিত যে কোন ধরনের মতামত, সমালোচনা জানাতে পারেন আমাদেরকে । ছাইলিপির সাথে থাকার জন্য ধন্যবাদ। ছাইলিপির নতুন সংযোজন ছাইলিপির ইউটিউব চ্যানেল Chailipi Magazine। সাবস্ক্রাইব করার আহ্বান।

error: কপি করা থেকে বিরত থাকুন ! বিশেষ প্রয়োজনে ইমেইল করুন [email protected]