Standard Bangladeshপ্রথম পাতাসর্বশেষ

ভোলা-বরিশাল সেতু নির্মাণ হবে কবে? Bhola Barishal Bridge

পদ্মা সেতু উদ্বোধন হওয়ার পর থেকে, গণপরিবহনে যাতায়াত সহ বিভিন্ন নাগরিক সেবা পেয়ে খুশি দক্ষিণাঞ্চলের প্রায় সব ক’টি জেলা। কিন্তু শুধু পদ্মা সেতুর সরাসরি সেবা থেকে বঞ্চিত, বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা ভোলা।

ভোলা! বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা ভোলা স্বপ্ন দেখাচ্ছে বাংলাদেশের দিন বদলের। বরিশাল অঞ্চলের এ জেলাটিতে মিলছে অপার সম্ভাবনার দাড়। বরিশাল বিভাগের যে দুটি জেলা স্বপ্ন দেখাচ্ছে বাংলাদেশকে সেগুলো হলো, পটুয়াখালী এবং ভোলা। বাংলাদেশের এক মাত্র দ্বীপ জেলা ভোলার সাথে নেই সড়ক পথে সারাদেশের যোগাযোগ, কিন্তু দিনের পর দিন ভোলা হয়ে উঠছে বাংলাদেশের সোনার খনি। ভোলায় শুধু প্রাকৃতিক সৌন্দর্য নয়, মিলছে প্রাকৃতিক সম্পদের বিশাল ভান্ডার।

বিস্তারিত দেখুন নিচের ভিডিওতে-

 

এই লেখাটি শেয়ার করুন
ছাইলিপির ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

ছাইলিপির কথা

লেখালিখি ও সৃজনশীল সাহিত্য রচনার চেষ্টা খুবই সহজাত এবং আবেগের দুর্নিবার আকর্ষণ নিজের গভীরে কাজ করে। পাশাপাশি সম্পাদনা ও প্রকাশনার জন্য বিশেষ তাগিদে অনুভব করি। সেই প্রেরণায় ছাইলিপির সম্পাদনার কাজে মনোনিবেশ এবং ছাইলিপির পথচলা। ছাইলিপিতে লিখেছেন, লিখছেন অনেকেই। তাদের প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা। এই ওয়েবসাইটের প্রতিটি লেখা মূল্যবান। সেই মূল্যবান লেখাকে সংরক্ষণ করতে লেখকদের কাছে আমরা দায়বদ্ধ। কোন লেখার মধ্যে বানান বিভ্রাট থাকলে সেটির জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করছি। ছাইলিপি সম্পর্কিত যে কোন ধরনের মতামত, সমালোচনা জানাতে পারেন আমাদেরকে । ছাইলিপির সাথে থাকার জন্য ধন্যবাদ। ছাইলিপির নতুন সংযোজন ছাইলিপির ইউটিউব চ্যানেল Chailipi Magazine। সাবস্ক্রাইব করার আহ্বান।

error: কপি করা থেকে বিরত থাকুন ! বিশেষ প্রয়োজনে ইমেইল করুন [email protected]