Uncategorized

উৎসবের ঈদ

শুভ জিত দত্ত

ঐ উঠেছে আকাশে চাঁদ
খুশির বার্তা নিয়ে
আনন্দে আজ আত্মহারা
মন বসে না কাজে

নামাজ শেষে মিলব সবাই
নেই তো ছোট বড়
নিজের খাবার বিলিয়ে দিয়ে
ছড়িয়ে দেবো খুশি

থাকবো মেতে এই কটা দিন
নেই তো শাসন বারণ
উৎসবের এই আমেজ টুকু
থাকুক বছর জুড়ে

এদিক ওদিক ঘোরাঘুরি
ইচ্ছে মতো খাওয়া
আনন্দের আজ কমতি কিসের
লাগলো হাওয়া ঈদের।

এই লেখাটি শেয়ার করুন
ছাইলিপির ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

ছাইলিপির কথা

লেখালিখি ও সৃজনশীল সাহিত্য রচনার চেষ্টা খুবই সহজাত এবং আবেগের দুর্নিবার আকর্ষণ নিজের গভীরে কাজ করে। পাশাপাশি সম্পাদনা ও প্রকাশনার জন্য বিশেষ তাগিদে অনুভব করি। সেই প্রেরণায় ছাইলিপির সম্পাদনার কাজে মনোনিবেশ এবং ছাইলিপির পথচলা। ছাইলিপিতে লিখেছেন, লিখছেন অনেকেই। তাদের প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা। এই ওয়েবসাইটের প্রতিটি লেখা মূল্যবান। সেই মূল্যবান লেখাকে সংরক্ষণ করতে লেখকদের কাছে আমরা দায়বদ্ধ। কোন লেখার মধ্যে বানান বিভ্রাট থাকলে সেটির জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করছি। ছাইলিপি সম্পর্কিত যে কোন ধরনের মতামত, সমালোচনা জানাতে পারেন আমাদেরকে । ছাইলিপির সাথে থাকার জন্য ধন্যবাদ। ছাইলিপির নতুন সংযোজন ছাইলিপির ইউটিউব চ্যানেল Chailipi Magazine। সাবস্ক্রাইব করার আহ্বান।

error: কপি করা থেকে বিরত থাকুন ! বিশেষ প্রয়োজনে ইমেইল করুন [email protected]