Uncategorizedকবিতাপ্রথম পাতাপ্রেমের কবিতাভালবাসার কবিতারোমান্টিক কবিতাসর্বশেষসাপ্তাহিক সংখ্যা

কবিতা- বৌ | আতিদ তূর্য

আতিদ তূর্য

 

বউ, তুমি যহন স্নান সাইরে

ঘাট থেইকে কলসি ভইরা ফেরো,

তহন তুমারে কী যে সোন্দর দেহায়,

একেবারে মা প্রতিমার লাহান!

তুমার শাড়ি ভিজে চুপচুপ হয়,

তুমি বুকের উপরে গামছা চড়াও;

 

উঠোনে দাঁড়ায়ে চুল মেইলে দিয়ে কী

চমেৎকার কইরে না ঝপাৎ ঝপাৎ করে

বাড়ি দাও, আমি এইসব একমনে দেহি।

ঠাকুরঘর থেকে সিন্দুর নিয়ে সিথানে লাগাও,

শাখা-নোয়া হাতে তুলসীতলায় ঢালো জল।

 

বউ, তুমি মন থেইকা শুধু 

আমারেই চাও, সে আমি জানি।

তবু সমাজ তুমার মনরে বুঝে না, গায়ে গতরে হিঁদু বাড়ির বউ বানায়!

তয় পুরুষ কী দেবতা, বৌ? 

 

আমাগেতো কিছু পরা থুয়া লাগে না!

শাখা-নোয়া-সিন্দুর-মঙ্গলসূত্রে তুমি সবার

চউক্ষে আমার বৌ হও,

তাইলে আমি যেমনটা আছিলাম তেমনটা

কইরেই তোমার স্বামী হই কি কইরে? 

 

আমি মইরে গেলে মাইনষে তুমারে বিরাট

শরমের মইধ্যে ফেলবো -সে আমি বুঝি।

যা দিয়ে তুমি নিজেরে রাঙাও তা জোর

কইরে কাইড়ে নিবো, কইবো বেধবার অমুক

খাওয়া চলে না, তমুক পরা চলে না।  

তোমার সুন্দর শইল থেইকা রঙিন কাপড় নিবো কাইড়া,

শাদা থানে আন্ধার কইরা থুইবো তোমারে,

এক্কেরে শ্মশানের মতো!

তয় তুমি মরলে আমার ক্যান কিছু ছাড়া-

থুয়া লাগবো না?!-কইতো পারো বৌ? 

 

বৌ, তুমারে ছাড়া সগ্গ ক্যামুন কইরা হয় আমি  জানি না! 

তয় মইরে গেলে শুনিছি আমারে

সগ্গীয় রথে চড়াইবো আর আমার কথা উঠলেই-

সবাই সগ্গীয় পোসেন কয়ে  ডাকপে!

এই লেখাটি শেয়ার করুন
ছাইলিপির ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

ছাইলিপির কথা

লেখালিখি ও সৃজনশীল সাহিত্য রচনার চেষ্টা খুবই সহজাত এবং আবেগের দুর্নিবার আকর্ষণ নিজের গভীরে কাজ করে। পাশাপাশি সম্পাদনা ও প্রকাশনার জন্য বিশেষ তাগিদে অনুভব করি। সেই প্রেরণায় ছাইলিপির সম্পাদনার কাজে মনোনিবেশ এবং ছাইলিপির পথচলা। ছাইলিপিতে লিখেছেন, লিখছেন অনেকেই। তাদের প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা। এই ওয়েবসাইটের প্রতিটি লেখা মূল্যবান। সেই মূল্যবান লেখাকে সংরক্ষণ করতে লেখকদের কাছে আমরা দায়বদ্ধ। কোন লেখার মধ্যে বানান বিভ্রাট থাকলে সেটির জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করছি। ছাইলিপি সম্পর্কিত যে কোন ধরনের মতামত, সমালোচনা জানাতে পারেন আমাদেরকে । ছাইলিপির সাথে থাকার জন্য ধন্যবাদ। ছাইলিপির নতুন সংযোজন ছাইলিপির ইউটিউব চ্যানেল Chailipi Magazine। সাবস্ক্রাইব করার আহ্বান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা থেকে বিরত থাকুন ! বিশেষ প্রয়োজনে ইমেইল করুন [email protected]