জীবনানন্দ ও জীবনের মানে
যদি জীবন কে ভালোবাসি,
তবে আমি ভালোবাসি জীবনানন্দ কে
যদি প্রকৃতির প্রেমে পড়ি
তবে বার বার জীবনানন্দের মুখটাই ভেসে ওঠে
যদি পৃথিবীতে আবারো আসি
তবে আমি চাইবো ধানসিঁড়ি তীর,ডাহুকের শব্দ
বকের শুভ্র ডানা, সন্ধ্যার নিরবতা
আর একটি কবি, তার কবিতা
তিনিই তো জীবনানন্দ।