Uncategorized

প্রিয়তমা সিনেমায় দূঃখের গান গাইবেন আসিফ আকবর?

মুক্তি পেয়েছে শাকিব খানের নতুন সিনেমা। আর সেই সিনেমাকে ঘিরে শাকিব খানের ফ্যানদের উচ্ছ্বাস আর আকাঙ্খা ছড়িয়ে পড়েছে সোস্যাল মিডিয়া। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে সিনেমাটির ফাস্ট লুক টিজার একই সাথে এই সিনেমার বেশ কিছু পোস্টার শাকিব খানকে নতুন করে আলোচনায় নিয়ে আসছে। বৃদ্ধর লুকে শাকিব খানের নতুন সিনেমার ঝড়ে তোলপাড় সোস্যাল মিডিয়া। সম্প্রতি একটি ফেসবুক পোস্টে শাকিব খানের প্রতি নিজের মন্তব্য জানিয়েছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী আসিফ আকবর। তারপরই শুরু হয়েছ্যে ধূম্রগুঞ্জন। আসিফ আকবর গাইবেন প্রিয়তমা সিনেমায়?

বিস্তারিত জানতে নিচের ভিডিওটি দেখুন-

 

এই লেখাটি শেয়ার করুন
ছাইলিপির ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

ছাইলিপির কথা

লেখালিখি ও সৃজনশীল সাহিত্য রচনার চেষ্টা খুবই সহজাত এবং আবেগের দুর্নিবার আকর্ষণ নিজের গভীরে কাজ করে। পাশাপাশি সম্পাদনা ও প্রকাশনার জন্য বিশেষ তাগিদে অনুভব করি। সেই প্রেরণায় ছাইলিপির সম্পাদনার কাজে মনোনিবেশ এবং ছাইলিপির পথচলা। ছাইলিপিতে লিখেছেন, লিখছেন অনেকেই। তাদের প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা। এই ওয়েবসাইটের প্রতিটি লেখা মূল্যবান। সেই মূল্যবান লেখাকে সংরক্ষণ করতে লেখকদের কাছে আমরা দায়বদ্ধ। কোন লেখার মধ্যে বানান বিভ্রাট থাকলে সেটির জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করছি। ছাইলিপি সম্পর্কিত যে কোন ধরনের মতামত, সমালোচনা জানাতে পারেন আমাদেরকে । ছাইলিপির সাথে থাকার জন্য ধন্যবাদ। ছাইলিপির নতুন সংযোজন ছাইলিপির ইউটিউব চ্যানেল Chailipi Magazine। সাবস্ক্রাইব করার আহ্বান।

error: কপি করা থেকে বিরত থাকুন ! বিশেষ প্রয়োজনে ইমেইল করুন [email protected]