বাংলাদেশের পাঁচটি বিষধর সাপ
সম্প্রতি বাংলাদেশে একটি ঘটনা ঘটেছে, তিন বছর বয়েসী একটি শিশুর কামড়ে একটি নির্বিষ সাপ মারা যায়।শিশুটে মেঝেতে বসে আপন মনে খেলছিলো তবে ‘ঘরগিন্নি নামে একটি সাপ শিশুটির কাছে চলে আসতে শিশুটি খেলার বসে তা মুখে দিয়ে কামড়ে সাপটিকে ক্ষত বিক্ষত করে ফেলে বলে জানা যায়। যে ছেলেবেলায় আমরা অনেকেই একটি মেটে সাপ দেখে সমানে ছুটে পালাতাম সেখানে এই শিশুর কান্ড দেখে আমাদের নিশ্চয়ই হতবাক হতে হয়। শিশুরা অবুঝ, আপনার শিশুকে সাবধানে রাখুন। স্বাস্থ্য বিভাগের একটি তথ্য মতে, বাংলাদেশে প্রতি বছর সাপের কামোড়ে মারা যান প্রায় ৬ হাজার মানুষ। এছাড়াও প্রতিবছর সাপের কামড়ে আক্রান্ত হন প্রায় দুই লাখ মানুষ। মূলত বর্ষাকালে গ্রামের মানুষ সাপের কামড়ে মারা যান। আপনি জানেন কি বাংলাদেশে সচরাচর দেখা যায় এমন পাঁচটি বিষধর সাপ কি কি?