Uncategorized

বাংলাদেশের পাঁচটি বিষধর সাপ

সম্প্রতি বাংলাদেশে একটি ঘটনা ঘটেছে, তিন বছর বয়েসী একটি শিশুর কামড়ে একটি নির্বিষ সাপ মারা যায়।শিশুটে মেঝেতে বসে আপন মনে খেলছিলো তবে ‘ঘরগিন্নি নামে একটি সাপ শিশুটির কাছে চলে আসতে শিশুটি খেলার বসে তা মুখে দিয়ে কামড়ে সাপটিকে ক্ষত বিক্ষত করে ফেলে বলে জানা যায়। যে ছেলেবেলায় আমরা অনেকেই একটি মেটে সাপ দেখে সমানে ছুটে পালাতাম সেখানে এই শিশুর কান্ড দেখে আমাদের নিশ্চয়ই হতবাক হতে হয়। শিশুরা অবুঝ, আপনার শিশুকে সাবধানে রাখুন। স্বাস্থ্য বিভাগের একটি তথ্য মতে, বাংলাদেশে প্রতি বছর সাপের কামোড়ে মারা যান প্রায় ৬ হাজার মানুষ। এছাড়াও প্রতিবছর সাপের কামড়ে আক্রান্ত হন প্রায় দুই লাখ মানুষ। মূলত বর্ষাকালে গ্রামের মানুষ সাপের কামড়ে মারা যান। আপনি জানেন কি বাংলাদেশে সচরাচর দেখা যায় এমন পাঁচটি বিষধর সাপ কি কি?

এই লেখাটি শেয়ার করুন
ছাইলিপির ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

ছাইলিপির কথা

লেখালিখি ও সৃজনশীল সাহিত্য রচনার চেষ্টা খুবই সহজাত এবং আবেগের দুর্নিবার আকর্ষণ নিজের গভীরে কাজ করে। পাশাপাশি সম্পাদনা ও প্রকাশনার জন্য বিশেষ তাগিদে অনুভব করি। সেই প্রেরণায় ছাইলিপির সম্পাদনার কাজে মনোনিবেশ এবং ছাইলিপির পথচলা। ছাইলিপিতে লিখেছেন, লিখছেন অনেকেই। তাদের প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা। এই ওয়েবসাইটের প্রতিটি লেখা মূল্যবান। সেই মূল্যবান লেখাকে সংরক্ষণ করতে লেখকদের কাছে আমরা দায়বদ্ধ। কোন লেখার মধ্যে বানান বিভ্রাট থাকলে সেটির জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করছি। ছাইলিপি সম্পর্কিত যে কোন ধরনের মতামত, সমালোচনা জানাতে পারেন আমাদেরকে । ছাইলিপির সাথে থাকার জন্য ধন্যবাদ। ছাইলিপির নতুন সংযোজন ছাইলিপির ইউটিউব চ্যানেল Chailipi Magazine। সাবস্ক্রাইব করার আহ্বান।

error: কপি করা থেকে বিরত থাকুন ! বিশেষ প্রয়োজনে ইমেইল করুন [email protected]