Uncategorized

বিজ্ঞাপনে তোমায় দেখি

অমিত মজুমদার

বিজ্ঞাপনে তোমায় দেখি নদীর থেকেও চতুর।
দ্বিমত ছিলো তোমার জন্য কখন হবো ফতুর।
রাজনীতিতে আমজনতার বাজেট কমে এলে
মনের মতো ঝালাই করো লুডোর ঘুঁটি ফেলে।

তুমি আমার কায়দা-কানুন আদালতের শমন
কেসের শেষেও অন্তরালে বুকের মধ্যে বমন।
জটিল আবরণের ভেতর অসংযমের ছোঁয়ায়
কপাল থেকে পায়ের পাতা ভণ্ডামিতে ধোয়ায়।

একটা কিছু পিছলে গেলে চরম প্রতিদানের
শরীর যেনো দখল নেবে স্বয়ং মৃত্যুবাণের।
তুমিই মরণ তুমিই জীবন দিনের হাজার বুলি
অসংলগ্ন পেরেক টেনেই পেছন দরজা খুলি।

ওই যে কপাট ধাক্কা মারো মধ্যে বড়ই খাঁ খাঁ
ওখানটাতেই আগুন পেতে সঞ্জীবনী রাখা।
খাবে এবং নিয়েও যাবে লাগবে যখন ভালো
দেখতে পাবে মেঘের সাথে বিদ্যুৎও চমকালো।

সেখান থেকেই ধার করে নিই গুচ্ছ বায়োডাটা
মাথাও কিছু এক্সট্রা রাখি ছাদ যদি হয় ফাটা।
তারও পরে যমের টোপে বরশী গলায় বিঁধে
পেটের দিকে নামতে থাকে বাৎসায়নের খিদে।

তোমার নামেই ভিক্ষা ওঠে শান্ত নদীর ধারায়
আমরা শুধু তর্ক করি মেষশাবককের পাড়ায়৷
কে দুধ পেলো কে পেলো না ওসব কথা গৌণ
প্রশ্ন তুললে তুমিই তখন ভীষণ রকম মৌণ।

নদিয়া, পশ্চিমবঙ্গ, ভারত।

এই লেখাটি শেয়ার করুন
ছাইলিপির ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

ছাইলিপির কথা

লেখালিখি ও সৃজনশীল সাহিত্য রচনার চেষ্টা খুবই সহজাত এবং আবেগের দুর্নিবার আকর্ষণ নিজের গভীরে কাজ করে। পাশাপাশি সম্পাদনা ও প্রকাশনার জন্য বিশেষ তাগিদে অনুভব করি। সেই প্রেরণায় ছাইলিপির সম্পাদনার কাজে মনোনিবেশ এবং ছাইলিপির পথচলা। ছাইলিপিতে লিখেছেন, লিখছেন অনেকেই। তাদের প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা। এই ওয়েবসাইটের প্রতিটি লেখা মূল্যবান। সেই মূল্যবান লেখাকে সংরক্ষণ করতে লেখকদের কাছে আমরা দায়বদ্ধ। কোন লেখার মধ্যে বানান বিভ্রাট থাকলে সেটির জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করছি। ছাইলিপি সম্পর্কিত যে কোন ধরনের মতামত, সমালোচনা জানাতে পারেন আমাদেরকে । ছাইলিপির সাথে থাকার জন্য ধন্যবাদ। ছাইলিপির নতুন সংযোজন ছাইলিপির ইউটিউব চ্যানেল Chailipi Magazine। সাবস্ক্রাইব করার আহ্বান।

error: কপি করা থেকে বিরত থাকুন ! বিশেষ প্রয়োজনে ইমেইল করুন [email protected]