Uncategorizedঅণুগল্পগল্পসর্বশেষ

গল্প – হারু মাস্টার

আরিফ জামান

-“ওওও…হারু মাস্টের, যাও কই?”
.
অন্যমনষ্ক হয়ে হেঁটে যাচ্ছিলেন হারুন সাহেব।। অনিচ্ছাসত্ত্বেও অত্যন্ত বিরক্ত হয়ে ঘুরে তাকালেন রাস্তার পাশের চায়ের দোকানের দিকে।
তাকানোর সাথে সাথেই হে হে করে হেসে উঠলেন এলাকার চেয়ারম্যান ইকরামুল সাহেব।

“মাস্টের” কথাটা শুনে মেজাজটাই খারাপ হয়ে গেলো হারুন সাহেবের। তার উপরে হারুন নাম এখন হয়ে গেছে, “হারু”।বাহ! সত্যিই অদ্ভূত।
.
– “কই যাও? আসো, এককাপ চা খেয়ে যাও”
চায়ের কাপে চুমুক দিতে দিতে বললেন চেয়ারম্যান।।
.
রাগে কিছু একটা বলতে গিয়েও থেমে গেলেন হারুন সাহেব।। দোকানের কাছে এসে বললেন-
– “এই তো চেয়ারম্যান সাহেব, সামনের দিকে যাচ্ছিলাম একটু”
.
চেয়ারম্যান সাহেবের ইশারায় হারুন সাহেব পাশের টুলে বসলেন।।
– “মাস্টের, করোনায় ইস্কুল বন্ধ হইছে প্রায় চাইর মাস, প্রাইভেট ও তো বন্ধ।। তা কিভাবে চলছে দিনকাল?”
কি বলবে হারুন সাহেব? বেসরকারি স্কুলে চাকুরী করে যা বেতন পান, তার একটি বড় অংশই তো ব্যাংকের লোনের কিস্তিতে কেটে নেয়।। বাকী যে টাকা হাতে পান, তাতে পরিবার নিয়ে তিনবেলা খেয়ে বেঁচে থাকাই কষ্টকর।। এসব কথা কাউকে বলাও যায় না।। তার উপরে ক’দিন পরেই কোরবানি।।
.
– “কি ব্যাপার, মনে হয় খুব চিন্তার মধ্যে আছো, মাস্টের?”
– “না, আলহামদুলিল্লাহ।। ভালো আছি।। আপনার শরীর ভালো আছে তো?”
– আর কইয়ো না। এই বয়সে কত্ত ঝামেলা। কয়দিন গেলো ত্রাণ দেওয়ার ঝামেলা। এহন আবার আইয়া পড়ছে কোরবানি।কাইলগো গরু কিইন্যা আনলাম ১,২০,০০০ টাহা দিয়া। চা খাওয়া শেষ করো তাড়াতাড়ি, গরু দেখবা না?
.
অনিচ্ছাসত্ত্বেও চা খাওয়া শেষে ইকরামুল সাহেবের সাথে হাঁটতে থাকে হারুন সাহেব। মনের মধ্যে বিশাল এক তোলপাড় শুরু হয়ে গেছে ইতিমধ্যে। বেসরকারি স্কুলে চাকুরির সুবাদে মাত্র ৪,০০০ টাকা ঈদ বোনাস পান হারুন সাহেব। ছোট বাচ্চার ঈদের পোশাক, বউয়ের সামান্য আবদার, বৃদ্ধ পিতা- মাতা, এদের জন্যই কিছু করা যাবে না এই সামান্য টাকায়। কোরবানি আসলে তাঁর জন্য নয়।
.
এই সব ভাবতে ভাবতেই চেয়ারম্যান সাহেবের বাড়ির দরজায় পৌঁছে বিভিন্ন রংয়ের জড়ি দিয়ে সাজানো গরুর দিকে নজর পড়লো হারুন সাহেবের।
– বাহ্, দারুন হয়েছে, চেয়ারম্যান সাহেব।
– হ, বাজারের সব চাইতে বড় গরুটিই কিনেছি।
– আচ্ছা, চেয়ারম্যান সাহেব, চলি।। আসসালামু আলাইকুম।।
নিজের মধ্যে চাপা একটা ক্ষোভ, লজ্জা, ঘৃণা নিয়ে চেয়ারম্যান সাহেবকে সালাম দিয়ে ফিরে চললেন হারুন সাহেব।
.
আজ হারুন সাহেব জীবন যুদ্ধে পরাজিত ‘হারু মাস্টের’, বাহ! সত্যিই দারুন নামকরণ!!!
আচ্ছা,
“শিক্ষকতা পেশা কি এমনই হয়?
সাধ থাকবে, কিন্তু সাধ্য নয়?”

 

শিক্ষক, ইন্দুরকানী মেহেউদ্দিন মডেল মাধ্যমিক বিদ্যালয় ,

এই লেখাটি শেয়ার করুন
ছাইলিপির ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

ছাইলিপির কথা

লেখালিখি ও সৃজনশীল সাহিত্য রচনার চেষ্টা খুবই সহজাত এবং আবেগের দুর্নিবার আকর্ষণ নিজের গভীরে কাজ করে। পাশাপাশি সম্পাদনা ও প্রকাশনার জন্য বিশেষ তাগিদে অনুভব করি। সেই প্রেরণায় ছাইলিপির সম্পাদনার কাজে মনোনিবেশ এবং ছাইলিপির পথচলা। ছাইলিপিতে লিখেছেন, লিখছেন অনেকেই। তাদের প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা। এই ওয়েবসাইটের প্রতিটি লেখা মূল্যবান। সেই মূল্যবান লেখাকে সংরক্ষণ করতে লেখকদের কাছে আমরা দায়বদ্ধ। কোন লেখার মধ্যে বানান বিভ্রাট থাকলে সেটির জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করছি। ছাইলিপি সম্পর্কিত যে কোন ধরনের মতামত, সমালোচনা জানাতে পারেন আমাদেরকে । ছাইলিপির সাথে থাকার জন্য ধন্যবাদ। ছাইলিপির নতুন সংযোজন ছাইলিপির ইউটিউব চ্যানেল Chailipi Magazine। সাবস্ক্রাইব করার আহ্বান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা থেকে বিরত থাকুন ! বিশেষ প্রয়োজনে ইমেইল করুন [email protected]