কবিতা- বৌ | আতিদ তূর্য

কবিতা- বৌ | আতিদ তূর্য
কবিতা- বৌ | আতিদ তূর্য

আতিদ তূর্য

 

বউ, তুমি যহন স্নান সাইরে

ঘাট থেইকে কলসি ভইরা ফেরো,

তহন তুমারে কী যে সোন্দর দেহায়,

একেবারে মা প্রতিমার লাহান!

তুমার শাড়ি ভিজে চুপচুপ হয়,

তুমি বুকের উপরে গামছা চড়াও;

 

উঠোনে দাঁড়ায়ে চুল মেইলে দিয়ে কী

চমেৎকার কইরে না ঝপাৎ ঝপাৎ করে

বাড়ি দাও, আমি এইসব একমনে দেহি।

ঠাকুরঘর থেকে সিন্দুর নিয়ে সিথানে লাগাও,

শাখা-নোয়া হাতে তুলসীতলায় ঢালো জল।

 

বউ, তুমি মন থেইকা শুধু 

আমারেই চাও, সে আমি জানি।

তবু সমাজ তুমার মনরে বুঝে না, গায়ে গতরে হিঁদু বাড়ির বউ বানায়!

তয় পুরুষ কী দেবতা, বৌ? 

 

আমাগেতো কিছু পরা থুয়া লাগে না!

শাখা-নোয়া-সিন্দুর-মঙ্গলসূত্রে তুমি সবার

চউক্ষে আমার বৌ হও,

তাইলে আমি যেমনটা আছিলাম তেমনটা

কইরেই তোমার স্বামী হই কি কইরে? 

 

আমি মইরে গেলে মাইনষে তুমারে বিরাট

শরমের মইধ্যে ফেলবো -সে আমি বুঝি।

যা দিয়ে তুমি নিজেরে রাঙাও তা জোর

কইরে কাইড়ে নিবো, কইবো বেধবার অমুক

খাওয়া চলে না, তমুক পরা চলে না।  

তোমার সুন্দর শইল থেইকা রঙিন কাপড় নিবো কাইড়া,

শাদা থানে আন্ধার কইরা থুইবো তোমারে,

এক্কেরে শ্মশানের মতো!

তয় তুমি মরলে আমার ক্যান কিছু ছাড়া-

থুয়া লাগবো না?!-কইতো পারো বৌ? 

 

বৌ, তুমারে ছাড়া সগ্গ ক্যামুন কইরা হয় আমি  জানি না! 

তয় মইরে গেলে শুনিছি আমারে

সগ্গীয় রথে চড়াইবো আর আমার কথা উঠলেই-

সবাই সগ্গীয় পোসেন কয়ে  ডাকপে!

সম্পর্কিত বিভাগ

পোস্টটি শেয়ার করুন

Facebook
WhatsApp
Telegram
বন্ধন

বন্ধন

অনঞ্জন পাখিটার পায়ে শিকল, ঝাপটায় ডানা আর্তিতে, ঠোঁটে কামড়ায় খাঁচা রক্তাক্ত আকুলতায় মুক্তির তীব্র ইচ্ছায়! দিলাম খুলে খাঁচা, “যা পাখি, যা উড়ে আকাশে আনন্দে, ওইযে ...
উৎসবের ঈদ

উৎসবের ঈদ

শুভ জিত দত্ত ঐ উঠেছে আকাশে চাঁদ খুশির বার্তা নিয়ে আনন্দে আজ আত্মহারা মন বসে না কাজে নামাজ শেষে মিলব সবাই নেই তো ছোট বড় ...
 পথ শিশু । কবিতা । সাপ্তাহিক স্রোত

 পথ শিশু । কবিতা । সাপ্তাহিক স্রোত

I মাহমুদ নাঈম আনমনা হয়ে ঘুরে পথ শিশু বারে বারে চাহিয়া দেখি পথ পিছু। পরিচয় কি তাহার শুধুই পথ শিশু পথ ছাড়া তাহার নেইতো কিছু। ...
'হেডফোন বিড়ম্বনা '

‘হেডফোন বিড়ম্বনা ‘

আশিক মাহমুদ রিয়াদ দুপুর বেলা খেয়ে দেয়ে একটু গা এলিয়ে দিয়েছি বিছানায়৷ চোখ বুজে কানে হেডফোন লাগিয়ে ঝাকানাকা একটা গান শুনছি আর মাথা ঝাকাচ্ছি সাথে ...
ভাষাচিত্র

ভাষাচিত্র

সুদীপ কুমার চক্রবর্তী বর্ষকালীন শোকপ্রস্তাবে এখন ভাষার লাভা উদগীরণ। হারানো গল্পে কবিতায় ইতিহাসের আলোকলিখন। সত্যিই কি এসব আমাদের ভাষার অস্মিতা – প্রাণঢালা ভালোবাসায় ! সন্দেহ ...
বিজয় উল্লাস

বিজয় উল্লাস

অশোক কুমার পাইক কত রক্তের বিনিময়ে বাংলাদেশ পেলাম হে বীর শহীদেরা নাও আমাদের সেলাম, একাত্তরে ভয়াবহ সেই পাক তান্ডব লীলা মুক্তিযুদ্ধে রক্তক্ষয়ী সংগ্রাম হয়নি ঢিলা ...
Scroll to Top