প্রথম রাত

প্রথম রাত
প্রথম রাত

আশিক মাহমুদ রিয়াদ

উত্তপ্ত রাতের শীতল হাওয়া
প্রেমের রাজ্যে সুবাস হাওয়া, যেখানে শিখা জ্বলে,
যেখানে হৃদয় ছড়িয়ে যায় আনন্দে,
একটি গল্প উন্মোচিত হয়, ভালোবাসা নতুনত্বের বহমান!
প্রেম আসে গল্পের গভীরতায়, থাকে চিরকাল।

আত্মার নৃত্য জ্বলজ্বল করছে চোখ!
প্রেমের নামে রচিত হয়েছে সিম্ফনি,
একটি জ্বলন্ত সংমিশ্রণ,
দুটি আত্মা জড়িত মিলেমিশে একাকার,
তাদের ভালবাসা সেজেছে বনফুলে,
শোক সুখে আবদ্ধ, বিষাদ তার কবেকার।

প্রতিটি স্পর্শে,
একটি কাঁপুনি রণতরীর শিহরণ,
ফুলের স্পর্শের নোনা সুগন্ধে তোমার শরীর হরণ!
ঘনঘোর শিহরণে! তোমার শরীরের আমার চুম্বন!

শোনো আজ সৌভাগ্যের দিন!
অভাবের ভাগ্যরখা-
নক্ষত্রের মতো জ্বলছে ভীষণ ঋণ,
অদম্য ভালবাসায় জ্বলছে একটি নরক,
আজ আকাঙ্ক্ষারগোলকধাঁধায়,
রাজ্যের অন্বেষণে, যেখানে আবেগ খেলা করে।

কোমল ফিসফিস এবং চুরি চুম্বনে,
সুখ জ্বলে ওঠে, চিরন্তন আনন্দে,
আজ আমাদের গল্প শুরু, প্রেমের পাতায়,
রংতুলির আবেগের স্ট্রোকে, সুখ-সেজেছে প্রেমময় মঞ্চে।
আজ শোনাই তোমায় এ কবিতা, নৃত্য বিহ্বল নগ্নে!

প্রচণ্ড ঝড় এবং মৃদু বাতাস,
ঘনঘোর প্রেম ছোবল বুনেছে বুনোহাস!
সমুদ্রের মতোসীমাহীন মরুর মত উত্তপ্ত এবং জলস্রোতে উগ্র,
হয়েছি আজ অবরুদ্ধ!
শেখর-শেকড়ে কোনঠাসা ভালোবাসা-
হৃদয়ের গহীণে চিরকাল!

তোমার ক্রোধে বাজে আমার পৌরষত্ব
তোমার শীৎকারে নাচে আমার হৃদয়,
তোমার সর্বচ্চো শিহরিত সুখের নোনা জলে
ভেজে আমার শরীরের তৃষ্ণার্ত চিবুক!
তবে আজ শোনো এ শিহরণের গান,
আজ এসেছে জ্যোৎস্না জোয়ারে প্রথম প্রেমের গান!

 

“বিনা অনুমতিতে এই ওয়েবসাইটের কোন লেখা কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ। কেউ যদি অনুমতি ছাড়া লেখা কপি করে ফেসবুক কিংবা অন্য কোন প্লাটফর্মে প্রকাশ করেন, এবং সেই লেখা নিজের বলে চালিয়ে দেন তাহলে সেই ব্যাক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য থাকবে
ছাইলিপি ম্যাগাজিন।”

সম্পর্কিত বিভাগ

পোস্টটি শেয়ার করুন

Facebook
WhatsApp
Telegram
স্বাধীনতার মান

স্বাধীনতার মান

রবীন বসু অক্ষত ডানা, মুক্ত আকাশ… স্বাধীনতার মানে জানে। পেটভর্তি অন্ন, শ্বাস নিয়ে বাঁচা, তাকে স্বাধীনতা বলে। পায়ে শিকল, হাতে বেড়ি পরাধীনতার কালো আঁধার। রক্তচক্ষু ...
বিষাক্ত জীবন

বিষাক্ত জীবন

সাফিকুল আলাম   আমি ইবাদাতে হয়েছি গাফেল, কষ্টগুলো আজি বিষাক্ত। বিষ পান করে নিলেঔ হয়তো, বিষ হজম করে আমি বেঁচে যাবো।   আমি নিজেই গুনাহগার। ...
জোছনা বিলাস

জোছনা বিলাস

 |রেবেকা সুলতানা রিতু.    সে বার গন্তব্যস্থল ছিলো কুসুমপুর।শীতের শেষে, ঋতুরাজ বসন্তের আগমন।কলেজের সাময়িক ছুটিতে হোস্টেল থেকে  বাবা-মায়ের অনুমতি নিয়ে চললাম কুসুমপুর।অপার (অপরাজিতা)দাদার আমলে জমিদারি ...
এক মাছলি, পানি মে গায়েই? অর্থ কি? কিভাবে খেলে?

এক মাছলি, পানি মে গায়েই? অর্থ কি? কিভাবে খেলে?

এক মাছলি, পানি মে গায়েই? অর্থ কি? কিভাবে খেলে?   ভাইরে ভাই! বন্ধুবান্ধব একসাথে বসে আড্ডা দেওয়ার মজা আর কিছুতে নেই। সেই সাথে বসে যদি ...
ঈদ ২০২৪ - ঈদের সরকারি ছুটি, ছন্দ-কবিতা, শুভেচ্ছা বার্তা, SMS

ঈদ ২০২৪ – ঈদের সরকারি ছুটি, ছন্দ-কবিতা, শুভেচ্ছা বার্তা, SMS

পবিত্র ঈদ-উল-ফিতর ১১ এপ্রিল ২০২৪ (সরকারি ছুটি কতদিন?) এবার রমজান মাস ৩০ দিন হলে, ঈদুল ফিতর হবে ১১ এপ্রিল (বৃহস্পতিবার)। আর ১১ এপ্রিল ঈদুল ফিতরের ...