নীলমাধব প্রামাণিক
আসছে নতুন সাল শীতের চাদরে
উত্তাপ মাখা মিঠে রোদের আদরে ।
কমলা লেবুর কাল কনকচূড়ের খই
নলেন গুড়ের মোয়া পিকনিক হইচই ।
ঘোর লাগে বেড়ানোর চলেযাই সুদূরে
শীতের আমেজ এত সেকি শুধুশুধুরে ।
খেজুরের গাছ থেকে টুপটাপ টুপ টুপ
শিউলি নামায় রস মজা হয় বেশ খুব ।
মাঠেবোনা নানা ধান উঠেআসে খামারে
কুলোঝাড়া পাকাধানে ভরেওঠে ধামারে ।
পিঠে পুলি পায়েসের ঘ্রাণে মন ভরিয়ে
এগিয়ে যাচ্ছে দিন বেশ তড় – বড়িয়ে