সাকিব হোসেন নাঈম এর কবিতা

সাকিব হোসেন নাঈম এর কবিতা
সাকিব হোসেন নাঈম এর কবিতা

সাকিব হোসেন নাঈম

তাফালবাড়ি ময়দানে একবার
মাহফিল হইতে চলিল।
খাদেম সাহেব বারেক মিয়াকে
চান্দা তুলিতে বলিল।
বারেক, সে যে অতিশয় বুড়ো
হৃদরোগ আছে তার।
এপর্যন্ত সে হার্ট এটাক করেছে
তিন তিনটি বার।

দুটি থলে এক বস্তা নিয়া
চলিল বুড়ো সাথে দুজন নিয়া।
এ বাড়ি ও বাড়ি মাগিলো যে ভিখ
মাহফিলের বায়না দিয়া।
কেউ দিল চাল বুলেট আবার
কেউ দিল চাল মোটা,
কেউ দিল তারে পান খাইতে
কেউবা দিল খোটা।
গ্রামের পিচ রাস্তা দিয়া
তাহারা হাটিয়া যায়।
দু ‘ চার পেয়ালা করিতে করিতে
থালেটা ভরিছে প্রায়।
সামনে পরিল নামি-দামি সেই
ফকির বাড়ির দ্বার।
ভাবিল বুড়ো,এ বাড়ি গেলে
পাইব অনেক চান্দা।
সম্মানী সব লোকেরাতো হায়
এ বাড়িরই বাসিন্দা।
করিম মাষ্টার জাকির ফকির
মোশাররফ ডাক্তার,
তিন ঘরে গেলেই থলে ভরিবে
সন্দেহ নাই তার।
প্রথম ঘরে; ডাক্তারবাবু
আছেন নাকি ঘরে?
কে ওখানে? দেখা যায়
ঐ ঘরের খুঁটিটা নড়ে।
আমরা মাগো মাহফিলের ভিখ
মাগিতে আসিয়াছি।
দয়া করে মাগো চান্দা হিসেবে
দেও কিছু দেকিনি।
ঘর হইতে বের হইয়া আসিল
মোটাসোটা একটা কে!
শুনিল বুড়ো সে যে ডাক্তারবাবু
মোশাররফের মেয়ে।
আসিয়া বলিল, চাল নাই ঘরে
রাধিব কি জানিনা।
কহিল বুড়ো, তবে ভাত কি
আপনারা খান না?
ভুটকিটা বলে, আসিছে ভিক্ষা
করিতে আবার চটাং চটাং কথা ব্যাটা বেয়াদব।
বুড়ো মনে মনে কয়,
কি ভিখ মাগিতে আসিয়াছি খোদা কটু কথা শুনিতে হয়।
বাবার বয়সি বুড়োকে যে মেয়ে
বেয়াদব বলিতে পারে।
তার মতো বেয়াদব এ জগতে
কি আর দুইটা হইতে পারে?

.

সুবিদপুর, নলছিটি, ঝালকাঠি।

“বিনা অনুমতিতে এই ওয়েবসাইটের কোন লেখা কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ। কেউ যদি অনুমতি ছাড়া লেখা কপি করে ফেসবুক কিংবা অন্য কোন প্লাটফর্মে প্রকাশ করেন, এবং সেই লেখা নিজের বলে চালিয়ে দেন তাহলে সেই ব্যাক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য থাকবে
ছাইলিপি ম্যাগাজিন।”

সম্পর্কিত বিভাগ

পোস্টটি শেয়ার করুন

Facebook
WhatsApp
Telegram
জোড়া কবিতা- লুনা রাহনুমা

জোড়া কবিতা- লুনা রাহনুমা

লুনা রাহনুমা   হৃদয় ঢেকে রেখেছিলাম কুসুমে কোমলে বাজার থেকে কিনে আনা দামি সুগন্ধে, গোলাপে আতরে জরির ওড়নায় লোকচক্ষুর অন্তরালে – আমার মগজের পচে যাওয়া ...
সূঁচের ফোড়েঁ জীবনের পথরেখা

সূঁচের ফোড়েঁ জীবনের পথরেখা

নাজিফা আক্তার শারিকা সকাল থেকেই তাড়াহুড়ো রাবেয়ার। সেই ভোরবেলা উঠে কয়টা চাল সিদ্ধ করেছে। ” সাদা পানির মধ্যে অপরিপক্ক কিছু চাল! “একে চাল সিদ্ধ ছাড়া ...
বন্ধু

বন্ধু

জান্নাতুল ফেরদৌসবন্ধুত্ব আকাশে ডানা মেলে নির্ভাবনায় উড়ে বেড়ানোর মতো। বন্ধুত্ব বেশামাল হয়ে লেপ্টে থাকার মতো। বন্ধুত্ব আসলে বেহিসেবী হয়ে শত কাজের ভীড়েও আগলে রাখার মতো। বন্ধুত্বের অনুভূতি গুলো ...
ভোরের ডাকে

ভোরের ডাকে

সেকেন্দার আলি সেখ রাত গিয়েছে পাহাড় চূড়োয় দিন এসেছে ফিরে ফুল ফুটেছে ভোরের আলোয় সারা বাগান ঘিরে তাইতো মাঝি বৈঠা ঠেলে বাইছে দাঁড় দূরে l ...
কাজী নজরুল ইসলাম

কাজী নজরুল ইসলাম

মানুষ কবিতা ও আবৃত্তি                           গাহি সাম্যের গান- মানুষের চেয়ে বড় কিছু নাই, ...
মুজিবের মানবতা

মুজিবের মানবতা

ওয়াইস আল করনী বাংলাকে বেঁধে দিল পরাধিনতার শিকলে, নরাধম পাকিরা দেশ নিল দখলে। নিষ্ঠুরতা ঢুকে গেল শোষকের বুলেটে, মনুষ্যত্ব ভেসে গেল শোষিতের লোহুতে। সতিত্ব লুটে ...