হুমায়রা বিনতে শাহরিয়ার এর একগুচ্ছ কবিতা

হুমায়রা বিনতে শাহরিয়ার এর একগুচ্ছ কবিতা
হুমায়রা বিনতে শাহরিয়ার এর একগুচ্ছ কবিতা

এক.

পরিচয়

অন্ধকারের মাঝে

এক অন্য আমি কে

খুঁজে বেড়ানো আমার খেলা।

 

সে কথা একেবারে মিথ্যা

হয়তো কেহ জানবে না,

এক আমির ভেতর লুকানো

অন্য আমির কথা।

 

লুকোচুরির খেলায় তবে

যাব আমি ভেসে,

হয়তো দিগন্তের শেষ

ঠিকানায়।

 

যেথায় হবে এক অন্য আমি’র

ছোট্ট কুঁড়েঘর,

থাকবে যেটা নারকেল গাছের তলে

হবে এক নতুন পরিচয়।

 

দুই.

বর্ষণ

রৌদ্রোজ্জ্বল সকালবেলাকে

দেখতে কোনো হিংস্র পশুর

ক্রোধের ন্যায়।

 

হঠাৎ বর্ষণ,

সেই ক্রোধে জল দিয়ে

ঠান্ডা করার মতন।

বর্ষনের পাশাপাশি যে

হালকা হাওয়া ছোটে,

হৃদয়ের মাঝে ঝর তুলে যায়।

 

আস্তে করে বলে ভালোবাসার

ডালা নিয়ে এসেছি!

হায়!

ক্ষমা চাই! ভালোবাসা চাই না।

 

তিন.

কাশফুল

শরতের দক্ষিণা বাতাসে

কাশফুলেরা নপচে ওঠে।

 

শহরের কোলাহলের ভিড়ে

হাজারো হৃৎস্পন্দন ভেসে ওঠে।

গোলাপের ঝরে পরা পাপড়িগুলো,

প্রিয় মানুষটির মুখচিত্র

অঙ্কন করে।

 

নদীর পাড়ে এলোচুলো অপেক্ষিত

প্রিয়তমাকে দেখে,

প্রেমিকের আবার প্রেমে পরা।

 

মাঝরাতে পথের ধারে প্রেমিকের

আসা; প্রেমিকার নিজেকে ভাগ্যবতী

মনে করার একমাত্র কারন।

 

চার.

ফাগুন 

শীতল আমেজের ফাগুন

তার মানে বসন্তেরই আগমন

বাসন্তী শড়ির মিলনমেলায়

আমিও ছুলাম একজন।

 

বসন্ত তার সাথে এনেছিল

ভালোবাসার রঙ,

সাদা গোলাপের সুবাসে

আমি ছিলাম মন্ত্রমুগ্ধ।

 

প্রকৃতি সেজেছিল তার এক

নতুন রূপে, নতুন আবেশে,

হারিয়েছিলাম তার সাজে।

 

 

পাঁচ

পাখি

উড়তে চাই –

আকাশে; যেমনটা পাকি উড়ে

তার দুটো ডানা মেলে ইচ্ছে মতো।

 

খাঁচা বন্দি পাখির মতো নয়!

বরং ডানা মেলে উড়ে চলার মতন

উড়তে চাই।

পুরো আকাশটা ঘুড়ে দেখার মতন

উড়তে চাই।

নিজের আত্মপরিচয় গঠন করে

ডানা মেলে উড়ে চলার মতন

উড়তে চাই।

স্বপ্নগুলো ছুঁয়ে নিতে চাই

ইচ্ছেগুলো পূরন করতে চাই

ডানা মেলে উড়তে চাই!

“বিনা অনুমতিতে এই ওয়েবসাইটের কোন লেখা কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ। কেউ যদি অনুমতি ছাড়া লেখা কপি করে ফেসবুক কিংবা অন্য কোন প্লাটফর্মে প্রকাশ করেন, এবং সেই লেখা নিজের বলে চালিয়ে দেন তাহলে সেই ব্যাক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য থাকবে
ছাইলিপি ম্যাগাজিন।”

সম্পর্কিত বিভাগ

পোস্টটি শেয়ার করুন

Facebook
WhatsApp
Telegram
রমজানের শুভেচ্ছা বার্তা ২০২৪

রমজানের শুভেচ্ছা বার্তা ২০২৪

এলো রমজান, এলো পবিত্রতার রমজান, আত্মহারা আজ খুশিতে মন-প্রাণ অতীতের সব পাপ মুছে যাবে আজ, রহমতের এই দিনে যদি করি শপথ! রহমতের আলোয় আলোয় আজ ...

বিজ্ঞাপনে তোমায় দেখি

অমিত মজুমদার বিজ্ঞাপনে তোমায় দেখি নদীর থেকেও চতুর। দ্বিমত ছিলো তোমার জন্য কখন হবো ফতুর। রাজনীতিতে আমজনতার বাজেট কমে এলে মনের মতো ঝালাই করো লুডোর ...
সুবীর মন্ডলের ভ্রমণ-কাহিনী

সুবীর মন্ডলের ভ্রমণ-কাহিনী

সুবীর মন্ডল    ভোরের গাছপালায় ভিজে ভিজে ভাব। পাতায় পাতায় মুক্তোর মতো জলবিন্দু জানান দিচ্ছে স্বল্পকালের হেমন্ত এখন এই যান্ত্রিক শহরের বুকে বিরাজমান। এই সময়টা ...
কবিতা - প্রিয়জন

কবিতা – প্রিয়জন

নির্মল ঘোষ এইতো আর কটা দিন, বর্ষা পেরিয়ে আসবে শরৎ, চারিধারে ছেয়ে যাবে সাদা রঙের কাশফুলে। আনন্দে আপ্লুত হবে গোটা দেশ। আকাশে মেঘেরা খেলা করবে বাঁধনহারা। ...
হুমায়রা বিনতে শাহরিয়ার এর একগুচ্ছ কবিতা

হুমায়রা বিনতে শাহরিয়ার এর একগুচ্ছ কবিতা

এক. পরিচয় অন্ধকারের মাঝে এক অন্য আমি কে খুঁজে বেড়ানো আমার খেলা।   সে কথা একেবারে মিথ্যা হয়তো কেহ জানবে না, এক আমির ভেতর লুকানো ...
ভালোবাসি

ভালোবাসি

মুহাম্মদ ফারহান ইসলাম নীল  তার নামে কবিতা লিখি স্বপ্ন বুনি চোখে ৷ তার বিরহ জ্বালায় অামার ব্যাথা বাড়ে বুকে ৷ বেলী ফুলের মালা গেঁথে তার ...