দুটি কবিতা – গোলাম কবির

দুটি কবিতা - গোলাম কবির

|গোলাম কবির

 

১.

কবিতা লেখার ধুম 

আজ বলে দিলাম মেঘলা আকাশকে – তোমার চেয়ে আমার মন 

কী কম খারাপ? আমার আকাশ হতে

একে একে নক্ষত্র গুলো খসে পড়ছে!  তবুও তো আমি তো কী সুন্দর খাচ্ছি, দাচ্ছি, ঘুমাচ্ছি, নতুন ব্রাশ দিয়ে

 বেয়াড়া দাড়ি গুলো কে 

বাগে আনতে চেষ্টা করছি!  

কখনো কখনো পত্রিকার পাতায়

 অথবা ফেসবুকে প্রিয়জনের মৃত্যুর

 সংবাদ শুনে নির্বিকার ভাবে লিখে

 যাচ্ছি ” ইন্না লিল্লাহি ওয়া ইন্না 

ইলাইহি রাজিউন “! তারপর আবার 

দিন চলে যাচ্ছে, 

রাত গড়িয়ে ভোর হয়ে 

আলো ফুটে 

অন্ধকার দূর হয়ে যাচ্ছে! 

এদিকে কেউ কেউ পাঁচদিনে 

পাঁচটি নতুন কবিতা লিখার চ্যালেঞ্জ

 ছুঁড়ে দিচ্ছি অন্যকে ; 

যেনো আমরা সবাই এক একজন আকবর বাদশা’র

 নয়তো কেউ আরাকান রাজসভার

 অথবা অন্য কোনো রাজসভার

 সভাকবি, যার একমাত্র কাজই হলো

 কবিতা লিখা! কিন্তু কী আশ্চর্য, 

 তাঁরাও কি পারতেন এভাবে কারো

 আমন্ত্রণে লিখতে কখনো? কবিতা

 কী চাইলেই লিখা সহজ এতোই?

 যখন কারো মগজের বাগানে 

ফুল ফোটে, সুবাস ছড়িয়ে যায় 

কবির হৃদয়ের মণিকোঠায়, 

কবিতা প্রেমিক কবির হৃদয় 

আহত হয় কোনো বিষয়ে 

অথবা কোনো সাইক্লোন বয়ে যায় 

কবির হৃদয়ে ; তখন হয়তো বা 

কোনো এক সময় কবি ডিমপাড়া

 মুরগীর মতো অস্থির হয়ে ওঠে 

লিখার জন্য এবং তখনই তার হাতে

 একটি অমল ধবল জ্যোৎস্নার মতো

 কবিতা খিলখিল করে হেসে ওঠে!

 অন্যথায় এসব কবিতা লিখার 

ধুম পড়ে গিয়ে করোনা ভাইরাস 

এর মতো একদিন কবিতারই মৃত্যু

 ডেকে আনবে নির্ঘাত!

 

 ২.

 একটা সত্যি কবিতা 

বললাম তাকে – “একটু সরে বসো “।  

 ” আমি মোবাইলে ফেসবুক দেখবো

 অথবা কিছু লিখবো। ”

ও কী সুন্দর হাত থেকে মোবাইল

 কেড়ে নিয়ে আড় চোখে তাকিয়ে

 তাকিয়ে দ্বিধাহীন বললো,

” মোবাইল না দেখে আমাকে দেখো।

 আমার চোখের ভিতরেও একটা

 কবিতা আছে, ওটা তোমার প্রতি

 আমার ভালবাসার কবিতা, বাবা! “

 আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম

 শুধু, ঐটুকু ছোট্ট ছেলেটার কথা শুনে। এটাই তো একটা সত্যি কবিতা!

 

“বিনা অনুমতিতে এই ওয়েবসাইটের কোন লেখা কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ। কেউ যদি অনুমতি ছাড়া লেখা কপি করে ফেসবুক কিংবা অন্য কোন প্লাটফর্মে প্রকাশ করেন, এবং সেই লেখা নিজের বলে চালিয়ে দেন তাহলে সেই ব্যাক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য থাকবে
ছাইলিপি ম্যাগাজিন।”

সম্পর্কিত বিভাগ

পোস্টটি শেয়ার করুন

Facebook
WhatsApp
Telegram
বাংলাদেশের বন্যায়; ভারতের সুখ?

বাংলাদেশের বন্যায়; ভারতের সুখ?

আন্তর্জাতিক নীতি তোয়াক্কা না করে, বাঁধ নির্মাণ করেছে ভারত। ফেনী, খাগড়াছাড়ি, নোয়াখালি, রংপুর কুড়িগ্রাম সহ, ভারতের সীমানা বেষ্টিত দেশের উত্তরাঞ্চলের জেলাগুলো ইতিমধ্যেই প্লাবিত হতে শুরু ...
তিনটি কবিতা

তিনটি কবিতা

দুর্বোধ্য শিলালিপি একদিন তোমাকে সুখপাঠ্য মনে হয়েছিল আমার মনে হয়েছিল তুমি খুবই সহজবোধ্য আনন্দপাঠ, তোমার চোখমুখ ঠোঁট দেখে মনে হয়েছিল তুমি বাল্যশিক্ষা আদর্শলিপির অ আ ...
চক্ষুজ্ঞানী- মেহেদী জাহিদ

চক্ষুজ্ঞানী- মেহেদী জাহিদ

মেহেদী জাহিদ চক্ষু পড়িয়াছে চক্ষুর বাইরে; কোন চক্ষুতে দেখবে তুমি আঁখি নাহি খুলিলে? চক্ষুর ভিতরস্থও যে চক্ষু আছে; কোন স্থানে তা বিরাজবান? নয়নে নয়ন সর্ব ...
‘হোম ইন দ্য ওয়ার্ল্ড’-স্মৃতিচারণে অমর্ত্য

‘হোম ইন দ্য ওয়ার্ল্ড’-স্মৃতিচারণে অমর্ত্য

ড. গৌতম সরকার ‘অমর্ত্য’ নামটি স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুরের দেওয়া। শৈশবের কিছুটা সময় কেটেছে শান্তিনিকেতনের সাংস্কৃতিক পরিমণ্ডলে অসংখ্য গুণী মানুষের সান্নিধ্যে। বাবা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন ...
রাখাল ছেলে- আরিফুল ইসলাম

রাখাল ছেলে- আরিফুল ইসলাম

রাখাল ছেলে, রাখাল ছেলে একটু ফিরে চাও! মেঠোপথের পথটি ধরে কোথায় তুমি যাও? আমি যাচ্ছি চারণভূমে মেষ চড়াবো ভাই, সবুজ সতেজ ঘাস সেখানে আর কোথাও ...
ল্যাপটপের আশেপাশে পিপড়ার উপস্থিতি ? যা করণীয়

ল্যাপটপের আশেপাশে পিপড়ার উপস্থিতি ? যা করণীয়

ছাইলিপি আর্টিকেল ডেস্ক খেতে খেতে ল্যাপটপ কিংবা ফোনের দিকে দুটি চোখ থাকে এই জেনারেশনের কমবেশী সবার। এটি অনেকের কাছে বদ অভ্যাস হলেও তাদের কাছে । ...